হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় জায়গা না পেলেও মালদ্বীপে স্বাগত চীনা গবেষণা জাহাজ, দাবি ভারতের

চলতি বছরের শুরুতেই শ্রীলঙ্কার বন্দরগুলোতে চীনা গবেষণা জাহাজ ভেড়ার বিষয়টি নিষিদ্ধ করে কলম্বো। তবে ভারত মহাসাগরের এই দ্বিপ দেশটির বন্দরে ভিড়তে না পারলেও অপর দ্বীপ দেশ মালদ্বীপে ঠিকই ভিড়তে যাচ্ছে চীনা গবেষণা জাহাজ। এমনটাই দাবি করেছে ভারতের সশস্ত্র বাহিনী ও একজন স্বাধীন গবেষক। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের এই গবেষণা জাহাজ এমন এক সময়ে মালদ্বীপের দিকে যাচ্ছে, যখন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু ভারতের পরিবর্তে মিত্র হিসেবে বেইজিংকে কাছে টেনে নিয়েছেন। একই সময়ে নয়াদিল্লিকে দূরে সরিয়ে দিয়েছেন। 

ডেমিয়েন সাইমন নামে একজন ওপেন সোর্স ইন্টেলিজেন্স গবেষক। তাঁর এক্স (টুইটার) হ্যান্ডেলে শেয়ার করা এক টুইটে জানিয়েছেন, ‘শাং ইয়াং হং-০৩ নামে একটি চীনা গবেষণা জাহাজ ভারত মহাসাগরে প্রবেশ করছে। আপাতত মনে হচ্ছে, জাহাজটির গন্তব্য মালে। আশা করা হচ্ছে, এই জাহাজ ভারত মহাসাগরে সামুদ্রিক সমীক্ষা চালাবে। বিষয়টি অবশ্যই ভারতের উদ্বেগ বাড়াবে।’ 

ভারতের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, তাঁরা চীনা জাহাজের গতিবিধি নজরদারিতে রেখেছেন। বিষয়টি নিয়ে মালদ্বীপের প্রেসিডেন্ট কার্যালয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা কোনো পক্ষই এ বিষয়ে মন্তব্য করেনি। 

এর আগে, গত ১ জানুয়ারি থেকে আগামী এক বছরের জন্য চীনা গবেষণা জাহাজের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কলম্বো। নিষেধাজ্ঞার কারণে শ্রীলঙ্কার কোনো বন্দরে কোনো চীনা গবেষণা জাহাজকে নোঙর ফেলতে দেওয়া হবে না। শ্রীলঙ্কার এই সিদ্ধান্তকে দিল্লির বড় কূটনৈতিক জয় হিসেবে দেখছে আন্তর্জাতিক মহল। ইতিপূর্বে ভারত মহাসাগরে চীনের বিরুদ্ধে গবেষণার নামে গুপ্তচর জাহাজ মোতায়েনের অভিযোগ করেছিল ভারত।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!