হোম > বিশ্ব > এশিয়া

মৌলিক স্বার্থের বিষয়ে কাজ করতে চায় বেইজিং–মস্কো, সির পুরোনো বন্ধু পুতিন

চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, বেইজিং মস্কোর সঙ্গে একে অপরের ‘মৌলিক স্বার্থ’ নিয়ে কাজ করতে আগ্রহী। উজবেকিস্তানের শহর সমরখন্দে চলমান সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে তিনি এই কথা বলেছেন। একই সম্মেলনে ইউক্রেন ইস্যুতে চীনের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের ব্যাপক প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে—সি চিন পিং বলেছেন, ‘চীন রাশিয়ার সঙ্গে একে অপরের মৌলিক স্বার্থ সম্পর্কিত বিষয়গুলো নিয়ে কাজ করতে ইচ্ছুক। যাতে উভয় দেশই পরস্পরের বাণিজ্য, কৃষি, যোগাযোগ এবং অন্যান্য ক্ষেত্রে ব্যবহারিক সহযোগিতা আরও গভীর করতে পারে।’ 
 
বৈঠকে পুতিনকে পুরোনো বন্ধু বলে আখ্যা দেন সি চিন পিং। তিনি বলেন, ‘চীন সব সময়ই রাশিয়ার যৌথভাবে কাজ করে নিজেদের বড় দেশ হওয়ার দায়িত্ববোধ পালন করতে চেয়েছে এবং ধীরে ধীরে বিশৃঙ্খলায় পূর্ণ এই বিশ্বে স্থিতিশীলতা আনতে চেয়েছে।’ 

এদিকে, ইউক্রেন ইস্যুতে চীনের ‘ভারসাম্যপূর্ণ’ অবস্থানের প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তাইওয়ান প্রণালিতে যুদ্ধাবস্থা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই উসকানি দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি। এ সময় পুতিন ‘এক চীন’ নীতির প্রতি রাশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত করেন। 

পুতিন বলেন, ‘আমরা ইউক্রেন ইস্যুতে আমাদের চীনা বন্ধুর অবস্থানকে ইতিবাচকভাবেই মূল্যায়ন করি। আমরা এই বিষয়ে আপনাদের সতর্কতা এবং প্রশ্নগুলোর ব্যাপারেও বুঝতে পারি। আজকের এই সম্মেলনে আমরা অবশ্যই আপনাদের কাছে আমাদের অবস্থান ব্যাখ্যা করব।’ 

উল্লেখ্য, সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনের সদস্য দেশগুলো হলো—চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান এবং তাজিকিস্তান। 

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র