হোম > বিশ্ব > এশিয়া

ছয় মাসেই তালেবান ঠেকানোর ঘোষণা

যুক্তরাষ্ট্র ও ন্যাটো সৈন্যরা আফগানিস্তান ছাড়তে না ছাড়তেই দেশটিকে নিজেদের আয়ত্তে নিতে মরিয়া হয়ে উঠেছে তালেবান বাহিনী। ইতিমধ্যেই তারা দেশটির বিভিন্ন অঞ্চলে নিজেদের নিয়ন্ত্রণ কায়েম করেছে। তবে অগ্রসরমাণ তালেবানদের ঠেকাতে নতুন নিরাপত্তা পরিকল্পনার প্রস্তাব এনেছেন দেশটির প্রেসিডেন্ট আশরাফ ঘানি। গতকাল আফগানিস্তানের সংসদে এ প্রস্তাব আনেন তিনি। তবে তিনি কী ধরনের নিরাপত্তা পরিকল্পনা  করেছেন, তা প্রকাশ করা হয়নি।

আফগান সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, আফগানিস্তানে সরকারি বাহিনী ও তালেবানদের সংঘর্ষের কারণে বর্তমানে দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় তিনটি প্রদেশ চরম নিরাপত্তা সংকটে আছে।

তবে নতুন নিরাপত্তা পরিকল্পনা প্রস্তাব এনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি দাবি করেছেন, আগামী ছয় মাসের মধ্যেই পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়ে নেবে তাঁর সরকার। তাঁর নিরাপত্তা পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থন রয়েছে বলেও দাবি করেছেন তিনি।

আশরাফ ঘানির মতে, বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে মূলত দেশটি থেকে আন্তর্জাতিক বাহিনীর হঠাৎ সরে যাওয়ার কারণে।

নিজের নিরাপত্তা পরিকল্পনায় আস্থা রাখার জন্য তিনি সংসদের দুই কক্ষের প্রতিই আহ্বান জানান। আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পরই আফগান সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের সদস্যরা এই প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে যৌথ বিবৃতি প্রকাশ করেন। দেশের জন্য যাঁরা লড়াই করছেন, সব সময় তাঁদের পাশে থাকারও ঘোষণা দেন তাঁরা। তবে আশরাফ ঘানির নিরাপত্তা প্রস্তাবের পর এটি ‘আজেবাজে কথা’ বলে বিবৃতি দিয়েছে তালেবান বাহিনী।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে