হোম > বিশ্ব > এশিয়া

মালয়েশিয়ায় টানা দুদিন করোনা শনাক্তের রেকর্ড

টানা দুদিন করোনা শনাক্তের রেকর্ড হয়েছে মালয়েশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৯ হাজার ৩৫৩ জন। করোনা মহামারি শুরুর পর এটি দেশটিতে এক দিনে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড। গত ২৪ ঘণ্টায় মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৮৭ জন। আর সুস্থ হয়েছেন ৫ হাজার ৯১০ জন। দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে মালয়েশিয়ার সংবাদমাধ্যম দা স্টার।

নতুন শনাক্তের অর্ধেকই দেশটির ক্ল্যাং উপত্যকার। সেখানে শিলানগড়ে ৪ হাজার ২৭৭ জন নতুন শনাক্ত হয়েছে। এছাড়া রাজধানী কুয়ালালামপুরে নতুন শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৮ জন। 

গতকাল শুক্রবার (৯ জুলাই) রেকর্ড সর্বোচ্চ ৯ হাজার ১৮০ জন শনাক্তের সংবাদ জানিয়েছিল দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর আগে করোনা শনাক্তের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল গত ২৯ মে। গত ২৯ মে করোনা শনাক্ত হয়েছিলেন সর্বোচ্চ ৯ হাজার ২০ জন। 
 
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, মালয়েশিয়ায় করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৭ হাজার ১৯১ জন। এ পর্যন্ত মোট মারা গেছেন ৬ হাজার ৬৭ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩৭ হাজার ১০৩ জন।

উল্লেখ্য, গত ১ জুন থেকে মালয়েশিয়ায় লকাডাউন কার্যকর হয়। পরে দুই সপ্তাহ বাড়ানোর পর দেশটিতে এই লকডাউন এখনো জারি রয়েছে।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার