হোম > বিশ্ব > এশিয়া

ভারত মহাসাগরে রাশিয়া-ওমানের সঙ্গে ইরানের যৌথ নৌ মহড়া, পর্যবেক্ষক বাংলাদেশ

মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে ইরান ভারত মহাসাগরে রাশিয়া ও ওমানের সঙ্গে যৌথ নৌ মহড়ার আয়োজন করেছে। বাংলাদেশসহ ৯টি দেশ এ মহড়ায় পর্যবেক্ষক হিসেবে অংশ নিয়েছে। 

অন্য দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, কাতার, ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভির বরাত দিয়ে এ খবর জানিয়েছে রয়টার্স। 

প্রতিবেদনে বলা হয়েছে, এ মহড়ার নাম দেওয়া হয়েছে ‘আইএমইএক্স ২০২৪’। এ মহড়ার উদ্দেশ্য হলো আঞ্চলিক যৌথ নিরাপত্তার উন্নত করা, বহুপক্ষীয় সহযোগিতা বাড়ানো, সামুদ্রিক নিরাপত্তা রক্ষায় সদিচ্ছা ও সক্ষমতা প্রদর্শন করা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা জানিয়েছে, নৌ মহড়ায় ইরান, রাশিয়া ও ওমানের নৌ বাহিনী ‘ফটো এক্স’ মহড়া পরিচালনা করেছে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ইরানের রিয়ার অ্যাডমিরাল মোস্তফা তাজেদ্দিনী। তিনি বলেছেন, এ মহড়ার উদ্দেশ্যে একসঙ্গে নিরাপদে থাকা ও ভারত মহাসাগর শত্রুমুক্ত রাখা।

মহড়ায় অংশগ্রহণকারীরা আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৌশল অনুশীলনের পাশাপাশি সামুদ্রিক রুট রক্ষা করবে, মানবিক কার্যক্রম বাড়াবে এবং উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের তথ্য বিনিময় করবে।

যখন ইসরায়েল গাজায় ইরান–সমর্থিত হামাস এবং লেবাননের হিজবুল্লাহর সঙ্গে লড়াই করছে। তখন এই মহড়ার মাধ্যমে মধ্যেপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাবে।

গাজা ও ইয়েমেনের হুথি বিদ্রোহীদের সঙ্গে ইসরায়েলের চলমান উত্তেজনার মধ্যে এ মহড়া চালানো হলো। এ মহড়ার জেরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করছেন অনেকেই।

আরও দাবি করা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়ায় ইরান রাশিয়া ও চীনের সঙ্গে সামরিক সহযোগিতা বাড়িয়েছে।

এর আগে গত মার্চে ইরান, চীন ও রাশিয়া ওমান উপসাগরে তাদের পঞ্চম যৌথ নৌ মহড়ার আয়োজন করেছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে