হোম > বিশ্ব > এশিয়া

চীনের ‘বিতর্কিত’ মানচিত্র প্রত্যাখ্যান করল ভারতসহ চার দেশ

ভারতের অরুণাচল প্রদেশ এবং দক্ষিণ চীন সাগরকে নিয়ে মানচিত্র প্রকাশ করেছিল চীন, যা প্রতিবেশী দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। এ নিয়ে ভারতসহ মোট চারটি দেশ চীনের নতুন মানচিত্রকে প্রত্যাখ্যান করে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। মার্কিন সম্প্রচারমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কয়েক দিন আগে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের মানচিত্র হালনাগাদ করে চীন। মানচিত্রের ২০২৩ সালের সংস্করণে ভারতের অরুণাচল প্রদেশ এবং আকসাই চিন অঞ্চলকে চীনের অংশ হিসেবে দেখানো হয়েছে। একই সঙ্গে দক্ষিণ চীন সাগরের বিভিন্ন বিতর্কিত দ্বীপকেও নিজেদের বলে দাবি করা হয় নতুন মানচিত্রে।

পরে ভারত চীনের এই নতুন মানচিত্রের ব্যাপক সমালোচনা করে এবং তীব্র প্রতিবাদ জানায়। দেশটি নতুন এই মানচিত্রকে প্রত্যাখ্যান করে। এবার ভারতের সঙ্গে সেই তালিকায় যুক্ত হয়েছে ভিয়েতনাম, মালয়েশিয়া এবং ফিলিপাইন।

ভিয়েতনাম দেশটির সরকারি সংবাদ সংস্থায় প্রকাশ করা এক বিবৃতিতে জানিয়েছে, চীন আনুষ্ঠানিকভাবে যে মানচিত্র প্রকাশ করেছে তা ভিয়েতনামের মালিকানাধীন স্প্রাটলি এবং প্যারাসেলস দ্বীপপুঞ্জের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং এই অঞ্চলের জলসীমার ওপর চীনের অবৈধ হস্তক্ষেপ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ফাম থু হাঙ বলেছেন, এই মানচিত্র অবৈধ। 

ভিয়েতনাম ছাড়াও ভারতও এই মানচিত্র প্রত্যাখ্যান করেছে। ফিলিপাইনের সরকার চীনের নতুন মানচিত্রকে স্বীকৃতি দেয়নি। পাশাপাশি মালয়েশিয়ার সরকারও চীনের এমন মানচিত্র প্রকাশের বিরোধিতা করে তীব্র ভাষায় প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছে, বেইজিং মালয়েশিয়ার নিজ ভূখণ্ডের ওপর দাবি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে।

বেইজিংয়ে সংবাদ সম্মেলনের সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, চীন সরকার আশা করে যে, সংশ্লিষ্ট পক্ষগুলো যেকোনো দাবির বিষয়ে বস্তুনিষ্ঠ থাকবে এবং বিষয়টিকে ভুলভাবে ব্যাখ্যা করা থেকে বিরত থাকবে।

গত ২৮ আগস্ট প্রকাশিত মানচিত্রটিতে অরুণাচল প্রদেশকে চীনের দক্ষিণ তিব্বত বলে দাবি করা হয়েছে। আর বলা হয়েছে, ১৯৬২ সালে চীন-ভারত যুদ্ধে আকসাই চিন নিজেদের ভূখণ্ডের অংশ করে নেওয়া হয়েছে। তাইওয়ান এবং বিতর্কিত দক্ষিণ চীন সাগরকেও নতুন মানচিত্রে চীনা ভূখণ্ডের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মানচিত্রে দক্ষিণ চীন সাগরের একটি বড় অংশের মালিকানা দাবি করেছে চীন। ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং ব্রুনাইও দক্ষিণ চীন সাগর এলাকার মালিকানা দাবি করে। এই সাগরের নিয়ন্ত্রণ নিয়ে এই অঞ্চলে ভূরাজনৈতিক উত্তেজনা বেশ পুরোনো।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়