দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তানের দখল নিয়েছে তালেবান। তালেবান ক্ষমতা দখল করায় আজ সোমবার সকালে কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে শত শত মানুষ আফগানিস্তান ছেড়ে যাওয়ার জন্য জোর করে বিমানে ওঠার চেষ্টা করে। এতে বিশৃঙ্খলা দেখা দেয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে মার্কিন সেনারা।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বরাত দিয়ে সাতজন মৃত্যুর কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, আজ সকালে কাবুল বিমানবন্দরে বিশৃঙ্খলার ঘটনায় সাতজন মারা গেছে। এদের মধ্যে যুক্তরাষ্ট্রের সামরিক জেট বিমান থেকে পড়ে মারা যাওয়া ব্যক্তি রয়েছে।
প্রসঙ্গত, গতকাল রোববার আফগানিস্তানের দখল নেয় তালেবান। চলতি বছর এপ্রিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর থেকেই আফগানিস্তান দখলে নিতে শুরু করে সশস্ত্র গোষ্ঠীটি।