হোম > বিশ্ব > এশিয়া

করোনায় অসহায় মিয়ানমারের জান্তা সরকার, বিশ্বের কাছে চাইল সহায়তা

করোনাভাইরাসের নতুন ঢেউয়ে বিপর্যস্ত মিয়ানমার। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছে মিয়ানমারের জান্তা সরকার। আজ বুধবার মিয়ানমারের সরকারি গণমাধ্যমের খবরে এমনটি বলা হয়েছে।

গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনারা। অভ্যুত্থানের প্রতিবাদে অনেক মেডিকেল কর্মী চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় দেশটির চিকিৎসা ব্যবস্থা আরও ভেঙে পড়ে।

বাড়িতে থাকার নির্দেশনা জারি হলেও করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে পারছে না মিয়ানমারের সেনা সরকার। করোনায় মৃতদের সৎকারে শ্মশানগুলোতে পূর্ণ সক্ষমতা নিয়ে কাজ চলছে। অনেক স্বেচ্ছাসেবী বাড়িতে মৃতদের দেহ বের করে আনতে অবিরত কাজ করে যাচ্ছে।

আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে পারস্পরিক সহযোগিতা বাড়াতে মিয়ানমারের সেনা প্রধান মিন অং হ্লাইং একটি সমন্বয় বৈঠক করেছেন। বৈঠকে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে গঠিত করোনা মোকাবিলা তহবিলের কাছে মিয়ানমারের অর্থ সহায়তা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

দেশটির সরকারি সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারের প্রতিবেদনে বলা হয়, আসিয়ান এবং অন্যান্য বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে কাজ করার চেষ্টা করছে মিয়ানমার। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেয়নি দেশটির সরকারি এই সংবাদমাধ্যম।

মিয়ানমারে করোনার টিকা প্রয়োগ কর্মসূচিও ধীর গতিতে চলছে। মিয়ানমারের জান্তা সরকারের গঠিত স্টেট অ্যাডমিনিস্ট্রেশন কাউন্সিলের মতে, দেশটির ৫ কোটি ৪০ লাখের নাগরিকের মধ্যে এখন পর্যন্ত মাত্র ১০ লাখ ৭৫ হাজার জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।

আজ বুধবারও দেশটিতে প্রায় ৫ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এটি গত মে মাসের শুরুর দিকের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। কিন্তু বিশ্লেষকেরা বলছেন, মিয়ানমারে করোনার প্রকৃত চিত্র অনেক বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে