হোম > বিশ্ব > এশিয়া

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪০ 

তুরস্কে কয়লাখনিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০ জনে। এখনো আরও একজন নিখোঁজ রয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় দেশটির বারতিন প্রদেশের আমসারা জেলার এক খনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু নিহতের সংখ্যা বাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় সময় আজ শনিবার সোয়লু জানিয়েছেন, উদ্ধারকৃতদের মধ্যে এখনো ১১ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সুলেমান সোয়লু আরও জানিয়েছেন, মোট ১১০ জন খনি শ্রমিকের মধ্যে ৫৮ জনকে উদ্ধার করা হয়েছে। তিনি আরও একজন শ্রমিকের নিখোঁজ থাকার বিষয়টি উল্লেখ করে জানান, তাঁকে খুঁজে পেতে এখনো উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘খনির প্রায় ৩০০ মিটার গভীরে বিস্ফোরণটি ঘটেছে। অন্তত ৪৯ জন শ্রমিক ভূগর্ভের ৩০০ থেকে ৩৫০ মিটার গভীরে গিয়ে ‘ঝুঁকিপূর্ণ’ অঞ্চলে কাজ করছিলেন। সেখান থেকে আমরা তাঁদের সরিয়ে আনতে পারিনি।’ সুলেমান সোয়লু আরও জানিয়েছেন, বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি। স্থানীয় প্রসিকিউটর কার্যালয় তদন্ত শুরু করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বেশির ভাগ শ্রমিক ভূগর্ভের প্রায় ৩০০ মিটার গভীরে গিয়ে কাজ করছিলেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, নিখোঁজদের পরিবারের মানুষ ও স্বজনেরা উদ্বিগ্নভাবে খনির বাইরে অপেক্ষা করছেন।

তুরস্কের জ্বালানিমন্ত্রী বলেছেন, ফায়ার ড্যাম্পের কারণে বিস্ফোরণ ঘটেছে বলে প্রাথমিক ইঙ্গিত পাওয়া গেছে। আমরা সত্যিই একটি হৃদয়বিদারক পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তিনি আরও বলেছেন, খনির ভেতরে আংশিক ধসে পড়েছে। সেখানে এখন কোনো আগুন নেই এবং বায়ু চলাচল সঠিকভাবে কাজ করছে। 

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার