হোম > বিশ্ব > এশিয়া

কিম জং উনকে গাড়ি উপহার দিলেন পুতিন

উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনকে একটি গাড়ি উপহার দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট গাড়িটি কিমের ব্যক্তিগত ব্যবহারের জন্য উপহার দিয়েছেন বলে জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

গত বছরের সেপ্টেম্বরে কিম ও পুতিনের মধ্যকার বৈঠকের পর থেকেই দুই দেশর মধ্যে ঘনিষ্ঠতা ক্রমেই বেড়ে চলেছে। মূলত ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়টি নিয়ে পশ্চিমা বিশ্ব দুই দেশের সঙ্গে প্রায় একই ধরনের আচরণ করায় তাদের মধ্যে সম্পর্ক আরও বেশি গাঢ় হয়েছে। 
 
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, রাশিয়ার তৈরি এই গাড়ি গত ১৮ ফেব্রুয়ারি উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকে দেওয়া হয়। এই উপহারের জন্য কিমের বোন সৌজন্যসহকারে কিম জং উনের পক্ষ থেকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন। কিমের বোন বলেছেন, এই উপহার দুই দেশের শীর্ষ নেতার মধ্যে বিশেষ ব্যক্তিগত সম্পর্কের একটি স্পষ্ট নিদর্শন। 
 
কেসিএনএর প্রতিবেদনে রাশিয়ার তরফ থেকে কোন মডেলের গাড়ি উপহার দেওয়া হয়েছে তা জানা যায়নি। পাশাপাশি রাশিয়া থেকে গাড়িটি কীভাবে উত্তর কোরিয়ায় পাঠানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি। কিম জং উনের গাড়ি সংগ্রহের শখ আছে। এমনকি তাঁর সংগ্রহে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি আছে। 

এর আগে গত সেপ্টেম্বরে রাশিয়া সফরকালে পুতিনের সংগ্রহে থাকা প্রেসিডেনশিয়াল অরাস সিনেট লিমোজিন পরিদর্শন করেন কিম। সে সময় কিমকে নিজের লিমোজিনে চড়ার আহ্বান জানিয়েছিলেন পুতিন। অবশ্য সেই সফরে কিম নিজস্ব ট্রেনে করে নিজের একটি মেব্যাক লিমোজিন নিয়ে গিয়েছিলেন।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট