হোম > বিশ্ব > এশিয়া

১৫ মাস পর ভারতে রাষ্ট্রদূত পাঠাচ্ছে চীন 

ভারতে চীন দূতাবাসে দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় রাষ্ট্রদূতের পদ ফাঁকা ছিল। অবশেষে চলতি বছরের শুরুর দিকেই শূন্যস্থান পূরণে রাষ্ট্রদূত পাঠাচ্ছে বেইজিং। এর আগেই দুই দফা রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা শু ফেইহং ভারতে পরবর্তী চীনা রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়্যারের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

দ্য ওয়্যার নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, শু ফেইহং চীনের কেন্দ্রীয় সরকারে সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শু চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের আর্থিক ও প্রশাসনিক বিভাগ দেখভাল করেন। তবে বিষয়টি নিয়ে নয়াদিল্লির চীন দূতাবাস বা ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি।

ভারত সরকারের একটি সূত্র জানিয়েছে, তারাও বিষয়টি সম্পর্কে অবগত। যদিও অনেক আগে থেকেই একটি ধারণা ছিল যে, আগামী বসন্তের আগে বা বসন্তের মধ্যেই চীনের নতুন রাষ্ট্রদূত নয়াদিল্লিতে পৌঁছাবেন। তবে আনুষ্ঠিকভাবে বিষয়টি ঘোষিত না হওয়ায় তিনি কবে আসবেন তা এখনো নিশ্চিত নয়। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ে শু যে পদে আছেন তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের পদের সমতুল্য। যেহেতু ভারতে চীনা রাষ্ট্রদূতের পদটি প্রতিমন্ত্রী পদমর্যাদার তাই ভারতে আসার আগে প্রটোকল অনুসারে তাঁকে পদোন্নতি দিতে হবে। এর আগে শু ২০১০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আফগানিস্তানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন।

এর আগে, ভারতে চীনের সর্বশেষ দুই রাষ্ট্রদূত ছিলেন সান ওয়েইডং এবং লুই ঝাওহুই।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে