হোম > বিশ্ব > এশিয়া

শ্রীলঙ্কায় এয়ারলাইনস বিক্রির পরিকল্পনা, বাধ্য হয়ে ছাপানো হচ্ছে রুপি

আর্থিক লোকসান কমাতে দেশের জাতীয় উড়োজাহাজ সংস্থা বিক্রির পরিকল্পনা করছে শ্রীলঙ্কার নতুন সরকার। এ ছাড়া বাধ্য হয়ে সরকারি বেতন-ভাতা দিতে নতুন করে মুদ্রা ছাপানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জানান, নতুন প্রশাসন শ্রীলঙ্কান এয়ারলাইনসের বেসরকারীকরণের পরিকল্পনা করছে। ২০২০-২১ অর্থবছরে এই বিমান সংস্থা ৪৫ বিলিয়ন রুপি লোকসান করেছে। বিক্রমাসিংহে বলেন, ‘এটি উচিত নয় যে, এই ক্ষতি দরিদ্রতম দরিদ্রদের বহন করতে হবে, যাঁরা কোনো দিন উড়োজাহাজে পা অবধি রাখেননি।’ 

২০১০ সালে কলম্বো সরকার দুবাই এমিরেটস থেকে শ্রীলঙ্কান এয়ারলাইনসের একটি অংশ কিনে নেয়। জাতীয় এই উড়োজাহাজে সংস্থায় ২৫টি এয়ারবাস এসই উড়োজাহাজ রয়েছে, যা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের পাশাপাশি দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে চলাচল করে। 

বিক্রমাসিংহে জানান, সরকারি বেতন দেওয়ার জন্য রুপি ছাপতে বাধ্য করা হয়েছে তাঁকে, যা দেশের মুদ্রার ওপর চাপ সৃষ্টি করবে। এ ছাড়া দেশের কাছে মাত্র এক দিনের পেট্রল মজুত রয়েছে এবং শ্রীলঙ্কার জলসীমায় নোঙর করা অপরিশোধিত তেল এবং ফার্নেস ওয়েলসহ তিনটি জাহাজের মূল্য পরিশোধের জন্য খোলাবাজারে ডলার অর্জনের জন্য চেষ্টা করছে সরকার। 

প্রধানমন্ত্রী বিক্রমাসিংহে বলেন, ‘আগামী কয়েক মাস আমাদের জীবনের সবচেয়ে কঠিন মাস হতে চলেছে, সংকট সমাধানের জন্য আমাদের অবিলম্বে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি জাতীয় পরিষদ বা রাজনৈতিক প্রতিষ্ঠান গঠন করতে হবে।’ 
 
প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের এশিয়ার দ্রুততম মুদ্রাস্ফীতির হারকে বাড়িয়ে তোলা ‘উন্নয়ন’ বাজেটের পরিবর্তে একটি নতুন ‘রিলিফ’ বাজেট ঘোষণা করার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে। 

রাজাপক্ষের পদত্যাগের দাবিতে সরকারের সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে সহিংস সংঘর্ষের পর গত সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হন রনিল বিক্রমাসিংহে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে আলোচনায় নেতৃত্ব দেওয়ার জন্য এখনো অর্থমন্ত্রী নিযুক্ত করতে পারেননি নতুন প্রধানমন্ত্রী। এ ছাড়া ভারত, চীনসহ অন্যান্য দেশগুলোর কাছ থেকে ঋণ চাইছে শ্রীলঙ্কা। উদ্ভূত পরিস্থিতিতে পূর্ণ মন্ত্রিসভার অনুপস্থিতিতে সরকার নগদ অর্থ পাবে কি না, তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের