হোম > বিশ্ব > এশিয়া

সাংহাইয়ে করোনায় মৃত্যু বেড়ে ১০

চীনের সাংহাইয়ে করোনায় আজ মঙ্গলবার নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ১০-এ। সাংহাই সিটি করপোরেশন জানিয়েছে, এক সপ্তাহ ধরে নগরীতে লকডাউন চলছে। তবু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। লকডাউন ঘোষণার পর গতকাল প্রথম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল সিটি করপোরেশন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশন বলেছে, মঙ্গলবার মারা যাওয়া সাতজনের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা প্রত্যেকেই হৃদরোগ ও ডায়াবেটিসের মতো জটিল রোগে ভুগছিলেন। 

বেইজিং জানিয়েছে, ‘শূন্য করোনা’ নীতি, লকডাউন, গণপরীক্ষা, দীর্ঘ কোয়ারেনটাইন ইত্যাদির কারণে মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। তবে দেশটির সরকার প্রচারিত মৃত্যুর সংখ্যা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ চীনে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা প্রদানের হার খুব কম। গত রোববার সাংহাইয়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও কম মানুষ দুটি ডোজ পেয়েছেন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৪০ শতাংশেরও কম। 

এদিকে হংকং জানিয়েছে, জানুয়ারিতে করোনার ওমিক্রন ধরনের ব্যাপক বৃদ্ধির পর অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২০ হাজার জন আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই উপসর্গহীন। 

সাংহাইয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বাস করেন। গত মার্চ থেকে সেখানে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে এবং দৈনিক সংক্রমণ ২৫ হাজারে গিয়ে দাঁড়ায়। এরপর শহরটিতে লকডাউন ঘোষণা করা হয়। 

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু