হোম > বিশ্ব > এশিয়া

সাংহাইয়ে করোনায় মৃত্যু বেড়ে ১০

চীনের সাংহাইয়ে করোনায় আজ মঙ্গলবার নতুন করে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত দুই দিনে মৃতের সংখ্যা দাঁড়াল ১০-এ। সাংহাই সিটি করপোরেশন জানিয়েছে, এক সপ্তাহ ধরে নগরীতে লকডাউন চলছে। তবু করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে। লকডাউন ঘোষণার পর গতকাল প্রথম তিনজনের মৃত্যুর খবর জানিয়েছিল সিটি করপোরেশন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

সাংহাই মিউনিসিপ্যাল হেলথ কমিশন বলেছে, মঙ্গলবার মারা যাওয়া সাতজনের বয়স ৬০ থেকে ১০১ বছরের মধ্যে। এরা প্রত্যেকেই হৃদরোগ ও ডায়াবেটিসের মতো জটিল রোগে ভুগছিলেন। 

বেইজিং জানিয়েছে, ‘শূন্য করোনা’ নীতি, লকডাউন, গণপরীক্ষা, দীর্ঘ কোয়ারেনটাইন ইত্যাদির কারণে মৃত্যুহার কমানো সম্ভব হয়েছে। তবে দেশটির সরকার প্রচারিত মৃত্যুর সংখ্যা নিয়ে অনেকেই সন্দেহ পোষণ করেছেন। কারণ চীনে বয়স্ক ব্যক্তিদের করোনার টিকা প্রদানের হার খুব কম। গত রোববার সাংহাইয়ের স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে দুই-তৃতীয়াংশেরও কম মানুষ দুটি ডোজ পেয়েছেন এবং বুস্টার ডোজ পেয়েছেন ৪০ শতাংশেরও কম। 

এদিকে হংকং জানিয়েছে, জানুয়ারিতে করোনার ওমিক্রন ধরনের ব্যাপক বৃদ্ধির পর অন্তত ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে আরও ২০ হাজার জন আক্রান্ত হয়েছেন, যাদের বেশির ভাগই উপসর্গহীন। 

সাংহাইয়ে প্রায় ২ কোটি ৫০ লাখ মানুষ বাস করেন। গত মার্চ থেকে সেখানে করোনার সংক্রমণ বাড়তে শুরু করে এবং দৈনিক সংক্রমণ ২৫ হাজারে গিয়ে দাঁড়ায়। এরপর শহরটিতে লকডাউন ঘোষণা করা হয়। 

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের