হোম > বিশ্ব > এশিয়া

আইসিসির কারাগারে বন্দী ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে এবার হচ্ছেন সিটি মেয়র

আজকের পত্রিকা ডেস্ক­

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। ছবি: এএফপি

মাদকের বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়ে ফিলিপাইনের প্রেসিডেন্ট হয়েছিলেন রদ্রিগো দুতার্তে। লড়াই চালিয়েছিলেনও তিনি। কিন্তু সেই লড়াই চালাতে গিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ আদালত। বর্তমানে তিনি হেগের একটি কারাগারে বন্দী। আর কারাগারে বন্দী থেকেই সম্ভবত একটি সুখবর পেতে যাচ্ছেন। ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে এগিয়ে আছেন তিনি।

ফিলিপাইনের সংবাদমাধ্যম জিএমএ নেটওয়ার্কের প্রতিবেদনে বলা হয়েছে, দাভাও শহরের মেয়র পদে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬২ দশমিক ৮৩ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে (১ হাজার ১৭৩টি কেন্দ্রের মধ্যে ৭৩৭ টি)। এর মধ্যে দুতার্তে পেয়েছেন ৪ লাখ ২০ হাজার ৭২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কার্লো আলেক্সি নোগ্রালেস পেয়েছেন ৫০ হাজার ৮২০ ভোট।

অন্যান্য প্রার্থীদের মধ্যে বিশপ রড কিউবস পেয়েছেন ৪ হাজার ৯৫২ ভোট, জোনাথন জুলাইন ৮৩৩ ভোট এবং জোসেলিতো টান পেয়েছেন ৬৯৮ ভোট। আবার দাভাওয়ের ভাইস মেয়র পদে দুতার্তের ছেলে বাস্তে দুতার্তে শীর্ষে রয়েছেন। তিনি পেয়েছেন ৪ লাখ ১৩ হাজার ৩৩৮ ভোট। তাঁর পরেই রয়েছেন বার্নি আল-আগ, তিনি পেয়েছেন ৪৯ হাজার ৮৬৮ ভোট। ওয়েই সোরিয়ানো-বারসেনা পেয়েছেন ৩ হাজার ২৫৬ ভোট এবং মার্কোস আলসেবার পেয়েছেন ১ হাজার ২১৮ ভোট।

এই তথ্য দুতার্তের প্রার্থীদের জন্য উল্লেখযোগ্য অগ্রগতির ইঙ্গিত। এটি তাঁর ভোটারদের শক্তিশালী সমর্থনকে প্রতিফলিত করে। উভয় প্রতিদ্বন্দ্বিতায় স্বতন্ত্র প্রার্থীরা বড় ব্যবধানে পিছিয়ে আছেন। এখন পর্যন্ত মোট ১০ লাখ ৬ হাজার ৫৯২ ভোটারের মধ্যে ৪ লাখ ৯২ হাজার ৭৬০ জনের ভোট গণনা করা হয়েছে। ভোট গণনা এখনো চলছে।

দাভাও সিটিতে মোট ১০ লাখ ৬ হাজার ৫৯২ নিবন্ধিত ভোটারের মধ্যে ৫ লাখ ৮৬ হাজার ৭২৫ জন ভোট দিয়েছেন। উল্লেখ্য, দুতার্তে বর্তমানে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের পেনিটেনশিয়ারিতে আটক।

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০