হোম > বিশ্ব > এশিয়া

মডার্নার ‘দূষিত ডোজ’ নিয়ে জাপানে ২ জনের মৃত্যু 

মার্কিন কোম্পানি মডার্নার দূষিত ডোজ টিকা নিয়ে জাপানে দুজনের মৃত্যু হয়েছে। ইতিমধ্যে বিপুলসংখ্যক মডার্নার টিকা দূষিত হওয়ায় জাপানে টিকাকরণ স্থগিত করে দেওয়া হয়েছে। আজ শনিবার জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এক বিবৃতিতে জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মডার্নার দ্বিতীয় ডোজ নেওয়ার কয়েক দিনের মধ্যে চলতি মাসে মারা যাওয়া ওই দুই ব্যক্তির বয়স ৩০ এর কোটায়। 

দূষণ শনাক্ত হওয়ায় গত বৃহস্পতিবার যে তিনটি লটের টিকাকরণ স্থগিত করা হয়েছিল। মারা যাওয়ার ব্যক্তিরা সেই লটের একটি থেকে তারা টিকা নিয়েছিলেন। তাঁদের মৃত্যুর কারণ জানতে তদন্ত করা হচ্ছে। 

মডার্নার টিকায় দূষিত উপাদান পাওয়ার পর গত বৃহস্পতিবার জাপানের ৮৬৩টি টিকাকেন্দ্রে সরবরাহ করা মডার্নার ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ স্থগিত করা হয়। মডার্নার স্থানীয় পরিবেশক তাকেদা ফার্মাসিউটিক্যাল কিছু শিশিতে দূষণের খবর পাওয়ার এক সপ্তাহের বেশি সময় পর এসব টিকার প্রয়োগ স্থগিতের ঘোষণা আসে। 

জাপান সরকার এবং মডার্না বলেছে, তাদের টিকায় নিরাপত্তা অথবা কার্যকারিতা নিয়ে কোনো সমস্যা শনাক্ত হয়নি। শুধুমাত্র পূর্ব-সতর্কতা হিসেবে টিকার ডোজ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে বলেছে, টিকায় ধাতব পদার্থের উপস্থিতির কারণে ডোজগুলো দূষিত হয়ে থাকতে পারে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!