হোম > বিশ্ব > এশিয়া

টোকিওতে ছুরি হামলায় আহত ১০

জাপানের রাজধানী টোকিওতে একটি ট্রেনে ছুরি হামলার ঘটনায় আহত হয়েছেন ১০ জন। স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পালিয়ে গেলেও সন্দেহভাজন হামলাকারীকে (৩৬) পরে আটক করেছে পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

সন্দেহভাজন হামলাকারী পুলিশকে জানিয়েছে, কয়েকজন নারীকে খুশি দেখে তাঁর রাগ হয়েছিল এবং এ জন্যই তিনি হামলা চালিয়েছিলেন।

আহতদের মধ্যে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক। তবে বাকিদের অবস্থা তেমন গুরুতর নয়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে টোকিওর সেতাগায়া ওয়ার্ডে একটি কমিউটার ট্রেনে এই ছুরি হামলার ঘটনা ঘটে। এই এলাকা শহরটির পশ্চিমে অবস্থিত।

জরুরি বিভাগের কর্মকর্তাদের বরাত দিয়ে জাপানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, হামলার ঘটনা হওয়া এই স্থান অলিম্পিক গেমসের ঘোড়দৌড় সম্বন্ধীয় ইভেন্টের জন্য নির্ধারিত ভেন্যু থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে।

সহিংস যেকোনো অপরাধের ঘটনা জাপানে খুবই বিরল। তবে চলমান অলিম্পিক গেমসের কারণে উচ্চ নিরাপত্তাব্যবস্থার মধ্যেই শুক্রবার টোকিওতে এ ঘটনা ঘটল। ২০১৯ সালে জাপানের কাওয়াসাকিতে একদল স্কুল শিক্ষার্থীর ওপর ছুরি হামলা চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় দুজন নিহত এবং ১৮ জন আহত হয়েছিল।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে