হোম > বিশ্ব > এশিয়া

হাসান আখুন্দের নেতৃত্বে গঠিত হলো আফগানিস্তানের তত্ত্বাবধায়ক সরকার

অবশেষে আফগানিস্তানে তত্ত্বাবধায়ক সরকার গঠন করেছে তালেবান। তালেবানের মুখপাত্র জানিয়েছেন, নতুন এই তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ। 

আজ মঙ্গলবার তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নতুন তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দেবেন মোহাম্মদ হাসান আখুন্দ। উপ-প্রধান হিসেবে থাকছেন আব্দুল ঘানি বারাদার। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করবেন হাক্কানি নেটওয়ার্কের প্রধান সিরাজুদ্দিন হাক্কানি। নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব। ভারপ্রাপ্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন হেদায়াতুল্লাহ বাদরি। 

জাবিউল্লাহ মুজাহিদ বলেন, 'সরকারি গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনের জন্য মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নতুন ইসলামি এই সরকার ৩৩ সদস্য বিশিষ্ট। বাকিদের কার কী দায়িত্ব সেগুলো আলোচনা করে ঘোষণা করা হবে।' 

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, জাবিউল্লাহ মুজাহিদ যাদের নাম ঘোষণা করেছেন এদের অধিকাংশই 'পুরোনো মুখ'। 

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট আশরাফ ঘানির সরকারকে হটিয়ে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপর গত ৩০ আগস্ট মধ্যরাতে যুক্তরাষ্ট্র আফগানিস্তান ছেড়ে চলে যাওয়ার পর আফগানিস্তানে পুরোপুরিভাবে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে তালেবান।

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা