হোম > বিশ্ব > এশিয়া

‘কেন এখন আফগানিস্তান ছাড়ছে অস্ট্রেলিয়া, কেনইবা এখানে ২০ বছর কাটাল’

ঢাকা: সহিংসতার শঙ্কায় আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার এই দূতাবাসটি বন্ধ হয়ে যাবে বলে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্ত নিল।

একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানে নিরাপত্তার পরিবেশ ক্রমবর্ধমানভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ান কূটনীতিকরা নিয়মিত আফগানিস্তান ভ্রমণ করবে।

আফগানিস্তান সরকার আশা করছে যে সংক্ষিপ্ত সময়ের জন্য দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া। একটি বিবৃতিতে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, দূতাবাস বন্ধ আমাদের জন্য উদ্বেগের। এমন পরিস্থিতিতে কিছু লোকের মনে যে প্রশ্ন আসতে পারে তা হলো: কেন অস্ট্রেলিয়া এমন পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে এবং কেন এদেশে ২০ বছর কাটিয়েছে?

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতা বেড়ে যেতে পারে।

গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানান। আফগানিস্তানে ন্যাটোর নয় হাজার ৬০০ সেনার মধ্যে আড়াই হাজারই যুক্তরাষ্ট্রের।

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট