হোম > বিশ্ব > এশিয়া

‘কেন এখন আফগানিস্তান ছাড়ছে অস্ট্রেলিয়া, কেনইবা এখানে ২০ বছর কাটাল’

ঢাকা: সহিংসতার শঙ্কায় আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দেবে অস্ট্রেলিয়া। আগামী শুক্রবার এই দূতাবাসটি বন্ধ হয়ে যাবে বলে অস্ট্রেলিয়া সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আফগানিস্তান থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই অস্ট্রেলিয়া সরকার এমন সিদ্ধান্ত নিল।

একটি বিবৃতিতে অস্ট্রেলিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, আফগানিস্তানে নিরাপত্তার পরিবেশ ক্রমবর্ধমানভাবে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। তবে অস্ট্রেলিয়ান কূটনীতিকরা নিয়মিত আফগানিস্তান ভ্রমণ করবে।

আফগানিস্তান সরকার আশা করছে যে সংক্ষিপ্ত সময়ের জন্য দূতাবাস বন্ধ করবে অস্ট্রেলিয়া। একটি বিবৃতিতে আফগান সরকারের পক্ষ থেকে বলা হয়, দূতাবাস বন্ধ আমাদের জন্য উদ্বেগের। এমন পরিস্থিতিতে কিছু লোকের মনে যে প্রশ্ন আসতে পারে তা হলো: কেন অস্ট্রেলিয়া এমন পরিস্থিতিতে আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে এবং কেন এদেশে ২০ বছর কাটিয়েছে?

বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের পর আফগানিস্তানে সহিংসতা বেড়ে যেতে পারে।

গত এপ্রিলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে জানান। আফগানিস্তানে ন্যাটোর নয় হাজার ৬০০ সেনার মধ্যে আড়াই হাজারই যুক্তরাষ্ট্রের।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই