হোম > বিশ্ব > এশিয়া

সংঘর্ষে ৮৫ সৈন্য হারিয়েছে জান্তাবাহিনী, দাবি বিদ্রোহীদের

চার দিনের যুদ্ধে অন্তত ৮৫ জন সৈন্য হারিয়েছে মিয়ানমারের জান্তাবাহিনী। আহত হয়েছে আরও কয়েকজন সৈন্য। দেশটির দক্ষিণাঞ্চলীয় শান রাজ্যে এই হতাহতের ঘটে ঘটে। এই ঘটনার পরপরই ওই এলাকার মোয়িবিয়ে পেকন নামের একটি শহরে ভয়াবহ হামলা চালিয়েছে জান্তাবাহিনী। মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতী নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

ইরাবতীর প্রতিবেদনে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী প্রোগ্রেসিভ কারেনি পিপলস ফোর্সের বরাত দিয়ে বলা হয়েছে, মিয়ানমারের কায়াহ এবং শান রাজ্যের সীমান্তবর্তী এলাকায় হামলা চালিয়ে মিয়ানমারের জান্তাবাহিনী অন্তত ১০০ বাড়ি–দালান ধ্বংস করে দিয়েছে। এই সময় জান্তাবাহিনীর হামলায় ৮ বছরের এক শিশুরও মৃত্যু হয়েছে। 

গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই মোয়িবিয়ে এলাকায় ভয়াবহ সংঘর্ষ শুরু হয়েছে। বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোরাম ফোর্সেস (পিডিএফএস), এথনিক আর্মড অর্গানাইজেশন (ইএও), কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) এবং কারেন আর্মির সদস্যরা ক্ষমতাসীন সেনাবাহিনীর প্রায় ৩ শতাধিক সৈন্যের ওপর হামলা চালালে সংঘর্ষের সূত্রপাত হয়। বিদ্রোহী গোষ্ঠী এবং জান্তাবাহিনীর মধ্যে এই সংঘর্ষেই জান্তাবাহিনীর অন্তত ৮৫ সদস্য প্রাণ হারান। এই সময় ২ বিদ্রোহী যোদ্ধা মারা যান এবং আহত হন আরও অন্তত অর্ধশতাধিক। কেএনডিএফ নিহত জান্তা সেনাদের ছবি এবং দখলকৃত অস্ত্রের ছবিও প্রকাশ করেছেন নিজস্ব ওয়েবসাইটে।

এদিকে, গত বৃহস্পতিবার শুরু হওয়া ওই সংঘর্ষ স্থানীয় সময় আজ রোববার পর্যন্ত চলমান ছিল বলে ইরাবতীকে নিশ্চিত করেছে একটি সূত্র। কারেনি ন্যাশনাল ডিফেন্স ফোর্স (কেএনডিএফ) জানিয়েছে, জান্তাবাহিনী তাদের কাছ থেকে একটি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার লক্ষ্যে আক্রমণ চালিয়েই যাচ্ছে। তবে তাদের কঠোরভাবে জবাব দেওয়া হচ্ছে। 

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি