হোম > বিশ্ব > এশিয়া

নেপালে গ্যাসের সবচেয়ে বড় খনি আবিষ্কার, জানালেন প্রধানমন্ত্রী

এএফপি, কাঠমান্ডু

কেপি শর্মা অলি। ছবি: সংগৃহীত

চীনের সঙ্গে যৌথ গবেষণায় নেপালে মিথেন গ্যাসের একটি বড় খনি আবিষ্কার করা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। এ খবরকে ‘সুসংবাদ’ অভিহিত করেছেন। এই আবিষ্কার নেপালের জ্বালানি খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনা বিজ্ঞানীদের সঙ্গে যৌথভাবে পরিচালিত একটি গবেষণায় নেপালে প্রায় ৪৩০ বিলিয়ন ঘনমিটার মিথেন গ্যাস মজুত থাকার প্রমাণ মিলেছে। এই গ্যাস নেপালের প্রায় ৫০ বছরের গ্যাসের চাহিদা পূরণ করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে অলি লিখেছেন, ‘নেপালে মিথেন গ্যাসের একটি বড় খনি পাওয়া গেছে। সেখানে ১১২ বিলিয়ন ঘনমিটার গ্যাস রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এটি নিঃসন্দেহে গুড নিউজ।’

খনি ও ভূতত্ত্ব বিভাগ জানিয়েছে, নেপালের পশ্চিমাঞ্চলীয় জেলা দৈলেখে এই গ্যাসের খনি আবিষ্কার করা হয়েছে। এই বিভাগের ভূতত্ত্ববিদ প্রকাশ লুইটেল এএফপিকে বলেন, ‘এখন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এরপর আরও পরীক্ষা-নিরীক্ষা করা হবে। তখন আমরা জানতে পারব, কী পরিমাণ গ্যাসের মজুত রয়েছে।’

খনি ও ভূতত্ত্ব বিভাগের মুখপাত্র মুকুন্দ ভট্টরাই বলেন, ‘আশা করা হচ্ছে, চূড়ান্ত প্রতিবেদন ডিসেম্বরের মধ্যে পাওয়া যাবে। তখনই আমরা পরবর্তী ধাপের তথ্য পাব।’ তিনি জানান, এখন পর্যন্ত ১৩ হাজার ১৬৬ ফুট গভীরতায় খনন করা হয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে জ্বালানি উৎপাদন বৃদ্ধি করলেও নেপালের আমদানির শীর্ষে রয়েছে পেট্রোলিয়াম পণ্য। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, নেপাল গত ১০ মাসে পেট্রোলিয়াম পণ্যের জন্য ১ দশমিক ৫ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করেছে, যা মোট আমদানির প্রায় ১৬ শতাংশ।

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা