হোম > বিশ্ব > এশিয়া

চীনের রক্তচক্ষু উপেক্ষা করে নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানাতে তাইওয়ানে মার্কিন প্রতিনিধি

চীনের তীব্র আপত্তি সত্ত্বেও তাইওয়ানের নবনির্বাচিত সরকারের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনকে স্বাগত জানিয়েছে তাইওয়ান। আজ সোমবার মার্কিন প্রতিনিধিদের সঙ্গে অনানুষ্ঠানিক এক বৈঠকে এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট উইলিয়াম লাই চিং-তে।

গত শনিবার তাইওয়ানে অনুষ্ঠিত নির্বাচনে চীনের সব প্রচেষ্টাকে ব্যর্থ করে বড় ব্যবধানেই জয়ী হলেন ক্ষমতাসীন দল ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই চিং-তে। এ নিয়ে তৃতীয়বারের মতো দলটি থেকে কোনো নেতা প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।

ফলাফল ঘোষণার পরই অভিনন্দন জানিয়েছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র আন্তপ্রণালি শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে এবং মতবিরোধের শান্তিপূর্ণ সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ।’

যুক্তরাষ্ট্রের এ অভিনন্দন জানানোকে ‘বিরাট ভুল’ বলে অভিহিত করেছে চীন। বিবিসির প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ভুল বার্তা দিচ্ছে বলে অভিযোগ চীনের।

গতকাল রোববারই তাইওয়ান পৌঁছান যুক্তরাষ্ট্র সরকারের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা স্টিফেন হ্যাডলি এবং সাবেক উপপররাষ্ট্রমন্ত্রী জেমস স্টাইনবার্গ।

তাইওয়ানের নিয়ন্ত্রণ নিতে ক্রমাগত শক্তি প্রয়োগ করে আসছে বেইজিং। চীনের ভয় তাইওয়ানকে স্বাধীন-সার্বভৌম ‘গণপ্রজাতন্ত্রী তাইওয়ান’ ঘোষণা দিয়ে দিতে পারেন লাই। তাই দীর্ঘদিন ধরেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ আখ্যা দিয়ে আসছে চীন। তবে লাই বরাবরই এমন করবেন না বলে আশ্বাস দিয়ে আসছেন।

নির্বাচনে লাই পেয়েছেন ৪০ দশমিক ১ শতাংশ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কুমিংতাং পার্টির প্রার্থী হো ইই-ইহ পেয়েছেন ৩৩ দশমিক ৫ শতাংশ ভোট। পরাজিত প্রার্থী চীনপন্থী বলে পরিচিত।

আজ ডিপিপি হেডকোয়ার্টারে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন উইলিয়াম লাই চিং-তে। লাই বলেন, তাইওয়ানের মানুষের জন্য স্বাধীনতা ও গণতন্ত্র সবচেয়ে মূল্যবান। তাইওয়ান-যুক্তরাষ্ট্রের অংশীদারত্বের দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য এটিই ভিত্তি।

তিনি মার্কিন প্রতিনিধিদের আরও বলেন, তাঁদের সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এতে তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের দৃঢ়তা প্রকাশ পেয়েছে।

আগামী ২০ মে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন লাই।

এর আগে প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন প্রতিনিধিদল। টানা দুই দফা প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার কারণে তিনি এবার নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছেন। 

সাইয়ের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে হ্যাডলি বলেন, ‘তাইওয়ানের গণতন্ত্র বিশ্বের জন্য উজ্জ্বল এক দৃষ্টান্ত। তাইওয়ানের প্রতি আমেরিকার দৃঢ় অঙ্গীকার এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের পাশে থাকে—তা পুনর্ব্যক্ত করতে আজ আপনার সঙ্গে সাক্ষাতের সুযোগ পেয়ে আমরা সম্মানিত বোধ করছি।’

সাই বলেন, ‘আপনার এই সফর অত্যন্ত অর্থবহ। এ সফর তাইওয়ানের গণতন্ত্রের প্রতি মার্কিন সমর্থন প্রদর্শন করে এবং তাইওয়ান-যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ ও দৃঢ় অংশীদারত্বকে তুলে ধরেছে।’

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়