হোম > বিশ্ব > এশিয়া

কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর থেকে সরানো হলো লেনিনের ভাস্কর্য

আজকের পত্রিকা ডেস্ক­

কিরগিজস্তানের ওশ শহর থেকে সরিয়ে ফেলা হয়েছে লেনিনের এই মূর্তিটি। ছবি: সিএনএন

রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত কিরগিজস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর ওশ থেকে সরিয়ে ফেলা হয়েছে বিপ্লবী সোভিয়েত নেতা ভ্লাদিমির লেনিনের একটি বিশাল ভাস্কর্য। মধ্য এশিয়ার মধ্যে লেনিনের এই ভাস্কর্যটি সর্বোচ্চ উচ্চতার মূর্তি হিসেবে পরিচিত ছিল।

রোববার সিএনএন জানিয়েছে, ১৯৭৫ সালে কিরগিজস্তান যখন সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল, তখন ২৩ মিটার (৭৫ ফুট) উচ্চতার এই মূর্তিটি স্থাপন করা হয়। গতকাল শনিবার অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, একটি ক্রেনের সাহায্যে মূর্তিটি নামিয়ে মাটিতে শুইয়ে রাখা হয়েছে।

অতীতে সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এমন অনেক দেশ বর্তমানে তাদের জাতীয় পরিচয় পুনর্গঠনের চেষ্টা করছে। এর ফলে এসব দেশ রাশিয়ার সঙ্গে আগের সম্পর্ককে মুছে ফেলার চেষ্টা করছে। তবে ওশ শহরের মূর্তিটি অনেকটা নীরবেই সরিয়ে ফেলা হয়েছে। কিরগিজ কর্তৃপক্ষ এটিকে স্বাভাবিক শহর পরিকল্পনার অংশ হিসেবে উপস্থাপন করেছে।

এক বিবৃতিতে ওশ সিটি হল জানিয়েছে, মূর্তি অপসারণ একটি সাধারণ প্রক্রিয়া, এলাকার স্থাপত্য ও নান্দনিক রূপ উন্নত করাই এর উদ্দেশ্য।

কর্মকর্তারা আরও জানান, শুধু কিরগিজস্তান নয়, রাশিয়ারও সেন্ট পিটার্সবার্গ ও বেলগোরদসহ বিভিন্ন শহর থেকে লেনিনের মূর্তি সরানো হয়েছে কিংবা স্থানান্তর করা হয়েছে। তাই মূর্তি সরানোর বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত নয়।

তারা জানিয়েছেন, ইতিপূর্বে কিরগিজস্তানের রাজধানী বিশকেক থেকে লেনিনের আরেকটি মূর্তি সরিয়ে তার স্থানে যে পতাকাদণ্ড স্থাপন করা হয়েছিল, ঠিক তেমনি ওশ শহরেও একটি পতাকাদণ্ড স্থাপন করা হবে।

এই ঘটনা এমন এক সময় ঘটল যখন কিরগিজস্তানের ঘনিষ্ঠ মিত্র রাশিয়া সম্প্রতি মস্কোর একটি ব্যস্ততম মেট্রো স্টেশনে নৃশংস সোভিয়েত একনায়ক জোসেফ স্তালিনের একটি মূর্তি উন্মোচন করেছে।

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র