হোম > বিশ্ব > এশিয়া

চীন থেকে হাজার হাজার হয়রানিমূলক ফোনকল পাচ্ছে জাপান

পরিশোধিত তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়ায় জাপানের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চীন থেকে হাজার হাজার হয়রানিমূলক ফোনকল পাওয়া শুরু করেছে। ২৪ আগস্ট থেকে জাপান ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্রের ১০ লাখ টন পরিশোধিত তেজস্ক্রিয় পানি সমুদ্রে নিষ্কাশন শুরু করেছে। 

এ নিয়ে জাপানের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান হয়রানিমূলক ফোনকল পাওয়া শুরু করেছে। একটি রেস্টুরেন্ট চেইনই পেয়েছে হাজারের বেশি ফোনকল। 

পর্যবেক্ষণ করে দেখা যায়, ফোনকলগুলো যেসব নম্বর থেকে এসেছে, সেগুলোতে চীনা ডায়ালিং কোড রয়েছে। বিবিসির এক প্রতিবেদন অনুসারে, জাপান এ নিয়ে চীনা সরকারের কাছে অভিযোগ দিয়েছে। 

জাপান কর্তৃপক্ষের তথ্য অনুসারে, হয়রানিমূলক এই ফোনকল আসা শুরু হয় ফুকুশিমার পানি প্রশান্ত মহাসাগরে ছাড়ার পর থেকে। কলাররা সাধারণত চীনা, ইংরেজি ও জাপানি ভাষায় কথা বলেছেন। তাঁরা জাপানের পরিশোধিত তেজস্ক্রিয় পানি সমুদ্রে ছাড়ার তীব্র বিরোধিতা করেছেন। 
 
প্রশান্ত মহাসাগরে পারমাণবিক কেন্দ্রের বর্জ্যপানি ছাড়ার পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার চীন জাপানের সি ফুডের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। 

বিবিসির প্রতিবেদন অনুসারে, টোকিও বারবার বলছে, ফুকুশিমা পারমাণবিক শক্তি কেন্দ্রের আশপাশের সমুদ্রের পানিতে শনাক্ত করার মতো কোনো তেজস্ক্রিয়তা নেই। 
 
চীনা কাস্টম কর্মকর্তাদের মতে, রপ্তানিকৃত জাপানের খাবার ও কৃষিপণ্যে ক্ষতিকর মাত্রায় তেজস্ক্রিয় দূষণের বিষয়ে গভীর উদ্বেগ রয়েছে। 

দেশে-বিদেশ থেকে আপত্তি জানানো হলেও বৃহস্পতিবার থেকে জাপান টোকিওর উত্তরের বিদ্যুৎকেন্দ্রটি থেকে পানি নিষ্কাশন শুরু করেছে। মৎস্যশিল্পের সঙ্গে যুক্ত ও অন্যরা জাপানের এ সিদ্ধান্তে পরিবেশের ওপর বিরূপ প্রভাব নিয়ে উদ্বিগ্ন।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে