হোম > বিশ্ব > এশিয়া

মোবাইল প্রতারকের খপ্পরে ৩ কোটি ডলার খোয়ালেন নারী

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এক নারীর কাছ থেকে তিন কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। হংকংয়ের অভিজাত এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সম্প্রতি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এক তরুণকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও কয়েকজন আছে বলে জানিয়েছে হংকং পুলিশ।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে অভিযোগ করেন।

ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে হংকং পুলিশ বলছে,  গত বছরের ২০ আগস্ট এক প্রতারক তাকে ফোন করে।  চীনের মূল ভূখণ্ডের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারক তাকে বলেন, সেখানে তার নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তি তার বাড়ি পরিদর্শনও করেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য বৃদ্ধাকে একটি সেলফোনও দিয়ে যাওয়া হয়। এরপর তিনি ব্যাংকের মাধ্যমে ১০বারে ৩ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করেন।

এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছ হংকং পুলিশ।

চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ বসবাস করেন ওই নারী।  

এর আগে গত বছরের অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৮৯ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে, তিনি চীনের মূল ভূখণ্ডে অর্থপাচার করছেন। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

আর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতারকদের খপ্পরে পড়ে ৮৫ বছর বয়সী এক লোক ৭ কোটি ৩৯ লাখ ডলার খোয়ান। সস্তায় স্বর্ণ দেওয়ার ওই প্রতারণায় সাতজন লোক মোট ৮ কোটি ডলার হারান।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে