হোম > বিশ্ব > এশিয়া

মোবাইল প্রতারকের খপ্পরে ৩ কোটি ডলার খোয়ালেন নারী

ঢাকা: আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেজে এক নারীর কাছ থেকে তিন কোটি ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারকরা। হংকংয়ের অভিজাত এলাকার বাসিন্দা ওই বৃদ্ধা সম্প্রতি পুলিশে অভিযোগ করেছেন। পুলিশ এক তরুণকে এরই মধ্যে গ্রেপ্তার করেছে। এই চক্রের আরও কয়েকজন আছে বলে জানিয়েছে হংকং পুলিশ।

পুলিশের বরাত দিয়ে মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন জানিয়েছে, ৯০ বছর বয়সী ওই বৃদ্ধার কাছ থেকে মোবাইলে প্রতারণার মাধ্যমে ৩ কোটি ২০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়েছে। গত ২ মার্চ ওই বৃদ্ধা হংকং পুলিশের কাছে অভিযোগ করেন।

ওই বৃদ্ধার উদ্ধৃতি দিয়ে হংকং পুলিশ বলছে,  গত বছরের ২০ আগস্ট এক প্রতারক তাকে ফোন করে।  চীনের মূল ভূখণ্ডের আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রতারক তাকে বলেন, সেখানে তার নাম ব্যবহার করে অপরাধ সংঘটিত হয়েছে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে এক ব্যক্তি তার বাড়ি পরিদর্শনও করেন। তাদের সঙ্গে যোগাযোগের জন্য বৃদ্ধাকে একটি সেলফোনও দিয়ে যাওয়া হয়। এরপর তিনি ব্যাংকের মাধ্যমে ১০বারে ৩ কোটি ২০ লাখ ডলার স্থানান্তর করেন।

এই ঘটনার তদন্ত হচ্ছে এবং আরও গ্রেপ্তার করা হতে পারে বলে জানিয়েছ হংকং পুলিশ।

চীনের সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, হংকংয়ের সবচেয়ে ব্যয়বহুল এলাকা দ্য পিক-এ বসবাস করেন ওই নারী।  

এর আগে গত বছরের অক্টোবরেও হংকংয়ে এক নারীর কাছ থেকে প্রতারণা করে প্রায় ৮৯ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। প্রতারকরা ওই নারীকে জানায় যে, তিনি চীনের মূল ভূখণ্ডে অর্থপাচার করছেন। এই ঘটনায় পরে তিন জনকে গ্রেপ্তার করা হয়।

আর ২০১৯ সালের জানুয়ারিতে প্রতারকদের খপ্পরে পড়ে ৮৫ বছর বয়সী এক লোক ৭ কোটি ৩৯ লাখ ডলার খোয়ান। সস্তায় স্বর্ণ দেওয়ার ওই প্রতারণায় সাতজন লোক মোট ৮ কোটি ডলার হারান।

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়