হোম > বিশ্ব > এশিয়া

ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: ইসরায়েল 

ইউক্রেনে রুশ হামলার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত সংকট সমাধানে বিশ্বশক্তিগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিড এই নিন্দা জ্ঞাপন করেন। সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইউক্রেনে রাশিয়ার হামলা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইসরায়েল এই হামলার নিন্দা জানায়।’ 

রাশিয়া-ইউক্রেন উভয় দেশের সঙ্গেই ইসরায়েলের ভালো সম্পর্ক রয়েছে উল্লেখ করে লাপিড বলেন, ‘এখনো সময় আছে যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে ফিরে বিশ্বশক্তিগুলোর সহায়তায় শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করার।’ 

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ইউক্রেনের জনগণকে সমর্থন করে একটি বার্তা পাঠিয়েছেন। তবে তিনি সরাসরি রুশ হামলার নিন্দা করেননি। 

গত বৃহস্পতিবার পাঠানো ওই বার্তায় বেনেট বলেন, ‘অন্য সবার মতো আমরাও ইউক্রেনের শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করি। এই কঠিন ও মর্মান্তিক মুহূর্তে আমরা ইউক্রেনের নাগরিকদের পাশে আছি। তারা নিজেরা কোনো অপরাধ না করলেও তাদের এই যুদ্ধে জোর করে টেনে নামানো হয়েছে।’ 

এ ছাড়া বেনেট জানিয়েছেন, তাঁর দেশ ইউক্রেনীয়দের মানবিক সহায়তা দিতে প্রস্তুত। 

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি