হোম > বিশ্ব > এশিয়া

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমান

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। জাপানের রাজধানী টোকিওতে চার দেশীয় জোট কোয়াডের বৈঠক চলাকালেই চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেল দেশটির আকাশসীমার কাছাকাছি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, তাঁর সরকার এরই মধ্যে জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমানের যৌথ মহড়ার বিষয়টি গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করছে। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চার দেশ—যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। 

নবুও কিশি বলেছেন, ‘দুটি চীনা যুদ্ধবিমানের সঙ্গে দুটি রুশ যুদ্ধবিমান যুক্ত হয়ে জাপানের আকাশসীমার কাছাকাছি মহড়া চালায়। বিমানগুলো পরে পূর্ব চীন সাগর উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।’

যদিও যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি তবে সেগুলো খুব কাছাকাছিই মহড়া দিয়েছে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এই নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এর আগেও জাপানের হোক্কাইডো এবং নোটো পেনিনসুলায় রাশিয়ার গোয়েন্দা বিমান উড়ে যেতে দেখা গেছে। তিনি, রাশিয়ার এমন আচরণকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে, কোয়াড সম্মেলনের প্রথম দিন গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন—তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করা তাদের কাছে প্রতিজ্ঞা রক্ষার মতো। জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন জানিয়েছে, তাইওয়ানের বিষয়টি একান্তভাবেই তাদের অভ্যন্তরীণ ইস্যু।

নয়া নিরাপত্তা কৌশল: চীনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাদ, ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে জোর যুক্তরাষ্ট্রের

আদালতে শিনজো আবের পরিবারের কাছে ক্ষমা চাইলেন হত্যায় অভিযুক্ত

অস্ট্রেলিয়ায় ‘এশিয়ান এল চ্যাপোকে’ ১৬ বছরের কারাদণ্ড

দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন প্রকল্প: এশিয়ায় উসকে দেবে সমুদ্রতলে অস্ত্র প্রতিযোগিতা

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি