হোম > বিশ্ব > এশিয়া

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমান

জাপানের আকাশসীমার কাছাকাছি চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী। জাপানের রাজধানী টোকিওতে চার দেশীয় জোট কোয়াডের বৈঠক চলাকালেই চীন ও রাশিয়ার যুদ্ধবিমান দেখা গেল দেশটির আকাশসীমার কাছাকাছি। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী নবুও কিশি জানিয়েছেন, তাঁর সরকার এরই মধ্যে জাপানের আকাশসীমার কাছাকাছি চীন-রাশিয়ার যুদ্ধবিমানের যৌথ মহড়ার বিষয়টি গভীর মনোযোগের সঙ্গে বিবেচনা করছে। ঘটনাটি এমন সময়ে ঘটল, যখন আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে চার দেশ—যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট কোয়াডের বৈঠক অনুষ্ঠিত হচ্ছে দেশটিতে। 

নবুও কিশি বলেছেন, ‘দুটি চীনা যুদ্ধবিমানের সঙ্গে দুটি রুশ যুদ্ধবিমান যুক্ত হয়ে জাপানের আকাশসীমার কাছাকাছি মহড়া চালায়। বিমানগুলো পরে পূর্ব চীন সাগর উপকূল থেকে প্রশান্ত মহাসাগরের দিকে চলে যায়।’

যদিও যুদ্ধবিমানগুলো জাপানের আকাশসীমায় প্রবেশ করেনি তবে সেগুলো খুব কাছাকাছিই মহড়া দিয়েছে। গত বছরের নভেম্বর থেকে এখন পর্যন্ত এই নিয়ে চারবার এমন ঘটনা ঘটল। 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, এর আগেও জাপানের হোক্কাইডো এবং নোটো পেনিনসুলায় রাশিয়ার গোয়েন্দা বিমান উড়ে যেতে দেখা গেছে। তিনি, রাশিয়ার এমন আচরণকে ‘উসকানিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগে, কোয়াড সম্মেলনের প্রথম দিন গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন—তাইওয়ানকে চীনের আক্রমণ থেকে রক্ষা করা তাদের কাছে প্রতিজ্ঞা রক্ষার মতো। জবাবে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করে চীন জানিয়েছে, তাইওয়ানের বিষয়টি একান্তভাবেই তাদের অভ্যন্তরীণ ইস্যু।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত