হোম > বিশ্ব > এশিয়া

সু চির সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত: মিয়ানমার সেনাপ্রধান

গৃহবন্দী নেত্রী অং সান সু চির সঙ্গে আলোচনার দ্বার উন্মুক্ত করেছেন মিয়ানমারের সেনাপ্রধান। স্থানীয় সময় শুক্রবার তিনি বলেছেন, জান্তাচালিত আদালতে তাঁর (সু চির) বিচার শেষ হওয়ার পর চলমান সংকটের অবসান ঘটাতে জেনারেলের দুয়ার এখন আলোচনার জন্য উন্মুক্ত। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

সেনাপ্রধান মিন অং হ্লাইং এক বিবৃতিতে বলেছেন, ‘আইন অনুসারে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা তার প্রতিক্রিয়ার ভিত্তিতে আলোচনায় বসার কথা ভাবছি।’ 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতান্ত্রিক সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ৭৭ বছর বয়সী সু চিকে আটক করেছিল জান্তা সরকার। এরপর রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নানা অভিযোগে সু চিকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অন্যান্য অভিযোগে দোষী সাব্যস্ত হলে সু চিকে আরও কয়েক দশক কারাদণ্ড দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। 

মূলত একটি গোপন আদালতে বিচার চলছিল অং সান সু চির। এই আদালতের কার্যক্রম সম্পর্কে সাংবাদিকদের কিছু জানতে দেওয়া হয়নি। সু চির আইনজীবীরাও গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি। সু চির বিচার কবে নাগাদ শেষ হতে পারে, সে ব্যাপারে মিয়ানমারের সেনা সরকার কোনো ইঙ্গিতও দেয়নি। 

গত মাসে সেনা সরকারের মুখপাত্র জাও মিন তুন এএফপিকে বলেছিলেন, গত বছর সেনাবাহিনী ক্ষমতা দখলের পর দেশজুড়ে যে বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছে, তা নিরসনের জন্য সেনাপ্রধান হয়তো সু চির সঙ্গে আলোচনায় বসবেন। এটি অসম্ভব নয়। 

এদিকে জাতিসংঘের বিশেষ দূত নোলিন হেইজার এ সপ্তাহে প্রথমবারের মতো মিয়ানমার সফর করেছেন। তিনি সেনাপ্রধান মিন অং হ্লাইং এবং অন্যান্য শীর্ষ সামরিক কর্মকর্তার সঙ্গে দেখা করেছেন, কিন্তু সু চির সঙ্গে তাঁকে দেখা করতে দেওয়া হয়নি।

স্থানীয় একটি পর্যবেক্ষণ গোষ্ঠীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ক্ষমতা দখলের পর থেকে ভিন্নমতের বিরুদ্ধে সামরিক বাহিনী অভিযান চালিয়ে এ পর্যন্ত ২ হাজার দুই শতাধিক মানুষকে মেরে ফেলেছে এবং ১৫ হাজারেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি