হোম > বিশ্ব > এশিয়া

থাইল্যান্ড নির্বাচন: বেশির ভাগ আসনে জয়ী সরকারবিরোধী দুই দল

থাইল্যান্ডের জাতীয় নির্বাচনের প্রাথমিক ফলাফলে সংখ্যাগরিষ্ঠ আসনে জয় পেয়েছেন বিরোধীরা। এক দশক ধরে চলা সেনাসমর্থিত সরকারকে প্রত্যাখ্যান করে দেশটির মানুষ যে সংস্কারের লক্ষ্যে গণতন্ত্রপন্থীদের বেছে নিতে চান, সর্বশেষ ফলাফলে তার ইঙ্গিত মিলেছে। 

দুই বিরোধী দল—প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টি (এমএফপি) এবং পপুলিস্ট ফেউ থাই পার্টি এরই মধ্যে অধিকাংশ আসনে জয় পেয়েছে। ৯৯ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। প্রাথমিক ফলাফল অনুযায়ী, এমএফপি ও ফেউ থাই পার্টি সংসদের নিম্নকক্ষের ৫০০ আসনের মধ্যে ২৮৬টিতে জয় পেতে পারে বলে আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। এখন দুই বিরোধী দল, এমএফপি ও ফেউ থাই জোট গঠনের জন্য আলোচনা শুরু করবে বলে ধারণা করা হচ্ছে।

দেশটির সেনাসমর্থিত প্রধানমন্ত্রী প্রায়ুথ চান-ওচার দল দ্য ইউনাইটেড থাই নেশন পার্টি অনেকটা পিছিয়ে। দলটি এখন পর্যন্ত মাত্র ৩৬টি আসনে জয় নিশ্চিত করেছে। নির্বাচনের আগে জনমত জরিপেও পিছিয়ে ছিল তাঁর দল। 

ভোট গণনায় এগিয়ে থাকার পর বেশ আশাবাদী এমএফপির প্রধান পিটা লিমজারোয়েনরাত। তিনি বলেছেন, ফিউ থাইয়ের সঙ্গে জোট বেঁধে তাঁর দল সরকার গঠন করতে পারে। দুই দল মিলে থাইল্যান্ডের চলমান সংকটের সমাধান করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে সরকার গঠন করতে এমএফপি ও ফেউ থাই পার্টিকে ছোট দলগুলোর সঙ্গে চুক্তির প্রয়োজন হতে পারে। 

এদিকে সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার মেয়ে পায়েতংতার্ন সিনাওয়াত্রার দল ফিউ থাই পার্টি জনমত জরিপে সবচেয়ে এগিয়ে ছিল। এরপরই এগিয়ে ছিল পিটা লিমজারোয়েনরাতের এমএফপি। নির্বাচনের প্রাথমিক ফলাফলের পর পায়েতংতার্ন সিনাওয়াত্রা মুভ ফরোয়ার্ডকে তাঁদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে পারব।’

উল্লেখ্য, ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে থাইল্যান্ডের ক্ষমতা দখল করেন সাবেক সেনাপ্রধান প্রায়ুথ চান-ওচা। তবে এবার এমএফপি ও ফিউ থাইয়ের মতো দলগুলোর বিপক্ষে শক্তিশালী নির্বাচনী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাঁকে। 

সামরিক অভ্যুত্থানের জেরে সাম্প্রতিক বছরগুলোতে নানা সংকটের পর, এবারের নির্বাচনকে থাইল্যান্ডের জন্য ‘একটি টার্নিং পয়েন্ট’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২