হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর বাড়িতে বন্দুকধারীদের হামলা, নিহত ৪ 

আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদির বাড়িতে বন্দুক হামলার ঘটনায় কমপক্ষে চারজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার কাবুলের সুরক্ষিত গ্রিন জোনে এই হামলা চালানো হয়। তবে হামলার সময় আফগান প্রতিরক্ষামন্ত্রী বাড়িতে ছিলেন না। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর  বিসমিল্লাহ খান মোহাম্মাদির পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বন্দুকধারীরা নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। 

জানা গেছে, বন্দুকধারীরা গুলির পাশাপাশি একটি গাড়ি বোমা হামলাও চালান। আফগানিস্তানের বিভিন্ন এলাকা যখন বিদ্রোহীগোষ্ঠী তালেবানদের দখলে যাচ্ছে তখনই এমন হামলা চালানো হলো। 

আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলায় চারজন নিহত হয়েছেন। এদিকে ইতালির মেডিকেল দাতব্য সংস্থা ইমার্জেন্সির পক্ষ থেকে বলা হয়েছে, হামলায় ১১ জন আহত হয়েছেন এবং চারজন মারা গেছেন। 
স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, নিহতেরা সবাই হামলাকারী ছিল। 

 হামলার পর একটি টুইট বার্তায় আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদি বলেন, চিন্তা করবেন না। সবকিছু ঠিক আছে। 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলাটি তালেবানদের হামলার 'সমস্ত বৈশিষ্ট্য' বহন করে। 

জানা গেছে,  এই হামলার কয়েক ঘণ্টা পর আফগান জনগণ তালেবান প্রতিরোধে কাবুলের রাস্তায় নেমে আসেন।

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি