হোম > বিশ্ব > এশিয়া

ইসরায়েল পশ্চিম তীর দখল করে রাখেনি: রন ডিস্যান্টিস

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ইসরায়েল দখল করে রাখেনি। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের ‘সক্ষমতা’ থাকা উচিত বলেও মনে করেন তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েলে (সিইউএফআই) দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি। 

নিজেকে ইসরায়েলপন্থি হিসেবে তুলে ধরতে রন ডিস্যান্টিস ইসরায়েলকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।

রন ডিস্যান্টিস বলেন, ‘জুডিয়া ও সামারিয়া দখল করা ভূমি নয়। যেহেতু ভূখণ্ডটি বিতর্কিত তাই এ ভূমির ওপর ইসরায়েলের জোরালো দাবি রয়েছে।’ ‘জুডিয়া ও সামারিয়াতে নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে,’ যোগ করেন তিনি।

এর আগেও ইসরায়েল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন ফ্লোরিডার এই গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগেও তিনি ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের কথা বলেছেন। 

তার বিতর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হতে পারে এমন প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট কী ভাবল না ভাবল তা আমি পরোয়া করি না।’ গত বছরের নভেম্বরেও রন ডিস্যান্টিস বলেছিলেন, পশ্চিম তীর ‘অধিকৃত নয়, বিতর্কিত’। 

উল্লেখ্য, পশ্চিম তীর ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের ভূখণ্ড কিন্তু ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এটি ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নেয়। এর পর থেকেই সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বসতি স্থাপন করে আসছে তেল আবিব।

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে