হোম > বিশ্ব > এশিয়া

ইসরায়েল পশ্চিম তীর দখল করে রাখেনি: রন ডিস্যান্টিস

ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীর ইসরায়েল দখল করে রাখেনি। এমনটাই মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ ছাড়া ফিলিস্তিনি ভূমিতে ইসরায়েলের বসতি স্থাপনের ‘সক্ষমতা’ থাকা উচিত বলেও মনে করেন তিনি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার ইসরায়েলকে সমর্থনকারী মার্কিন সংস্থা ক্রিশ্চিয়ান ইউনাইটেড ফর ইসরায়েলে (সিইউএফআই) দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি। 

নিজেকে ইসরায়েলপন্থি হিসেবে তুলে ধরতে রন ডিস্যান্টিস ইসরায়েলকে বর্জন করা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রশ্নে নিজের ভূমিকার কথাও তুলে ধরেন।

রন ডিস্যান্টিস বলেন, ‘জুডিয়া ও সামারিয়া দখল করা ভূমি নয়। যেহেতু ভূখণ্ডটি বিতর্কিত তাই এ ভূমির ওপর ইসরায়েলের জোরালো দাবি রয়েছে।’ ‘জুডিয়া ও সামারিয়াতে নিজেদের শক্তিশালী সম্প্রদায়ের সম্প্রসারণে তাদের সব ধরনের অধিকার আছে,’ যোগ করেন তিনি।

এর আগেও ইসরায়েল নিয়ে একই ধরনের মনোভাবের কথা জানিয়েছিলেন ফ্লোরিডার এই গভর্নর। গত মে মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন পাওয়ার লড়াইয়ে নামার আগেও তিনি ইসরায়েলের প্রতি নিজের সমর্থনের কথা বলেছেন। 

তার বিতর্কিত মন্তব্য যুক্তরাষ্ট্রের জন্য নেতিবাচক হতে পারে এমন প্রতিক্রিয়ার জবাবে তিনি বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট কী ভাবল না ভাবল তা আমি পরোয়া করি না।’ গত বছরের নভেম্বরেও রন ডিস্যান্টিস বলেছিলেন, পশ্চিম তীর ‘অধিকৃত নয়, বিতর্কিত’। 

উল্লেখ্য, পশ্চিম তীর ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের ভূখণ্ড কিন্তু ১৯৬৭ সালের যুদ্ধে ইসরায়েল এটি ফিলিস্তিনের কাছ থেকে দখল করে নেয়। এর পর থেকেই সেখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অবৈধভাবে বসতি স্থাপন করে আসছে তেল আবিব।

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭