হোম > বিশ্ব > এশিয়া

মিয়ানমারে বিদ্যালয়ে জান্তার বিমান হামলা, ১১ শিক্ষার্থীসহ নিহত অন্তত ১৭

আজকের পত্রিকা ডেস্ক­

হামলায় বিধ্বস্ত মিয়ানমারের স্কুল। ছবি: ইরাবতী

একটি বিদ্যালয়ে মিয়ানমারের জান্তা বাহিনীর বোমা হামলায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জনই শিক্ষার্থী। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩০ জন। গতকাল সোমবার এক প্রতিবেদনে মিয়ানমারের স্থানীয় সংবাদমাধ্যম ইরাবতী এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটির তথ্য অনুযায়ী, ৫০০ পাউন্ডের বোমা দিয়ে হামলা চালানো হয় স্কুলটিতে। স্কুলটি মূলত বিদ্রোহীদের ঘাঁটির খুব কাছে অবস্থিত। মেইকতিলা বিমানঘাঁটির একটি যুদ্ধবিমান উড়ে এসে ‘ও হতেইন তইন’ নামের গ্রামটিতে বোমাবর্ষণ করেছে বলে জানিয়েছে ইরাবতী।

গ্রামটির এক বাসিন্দা ইরাবতীকে বলেন, ‘আমরা যখন উড়োজাহাজের শব্দ পাই, ততক্ষণে বোমা ফেলা হয়ে গেছে। তাই, পালানোর আর কোনো সুযোগ ছিল না। শক্তিশালী একটি বিস্ফোরণ হয়েছে। পুরো এলাকা কেঁপে উঠেছিল। ভাবিনি বেঁচে যাব!’

কর্তৃপক্ষ বলছে, এখন পর্যন্ত ১৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেলেও হতাহত আরও অনেক বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের মধ্যে অনেকের অবস্থাই সংকটাপন্ন। তবে, অঞ্চলটিতে চিকিৎসা ব্যবস্থা ততটা উন্নত নয় বলে তাদের জীবনের ঝুঁকি তৈরি হয়েছে।

‘সাম মেসেজেস ফ্রম দেপায়িন’ নামের একটি স্থানীয় অধিকার সংগঠনের এক কর্মকর্তার অভিযোগ, দেপায়িন শহর জাতীয় ঐক্য সরকারের (ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট-এনইউজি) নিয়ন্ত্রণে থাকায় ইচ্ছাকৃতভাবে স্কুলটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে জান্তা বাহিনী।

এর আগে, ২০২২ সালের সেপ্টেম্বরে দেপায়িনের লেত ইয়াত কোনে গ্রামে আরেকটি স্কুলে বিমান হামলা চালিয়েছিল জান্তা সরকার। ওই হামলায় নিহত হয়েছিল ১৩ জন, যাদের মধ্যে সাতজনই ছিল শিশু।

গত এপ্রিলে ভয়াবহ ভূমিকম্পের পর সামরিক সরকার মে মাসের শেষ পর্যন্ত যুদ্ধবিরতি ঘোষণা করেছিল। তবে, তা যে মানা হচ্ছে না তা স্পষ্ট করল এই হামলা। জাতীয় ঐক্য সরকারের মানবাধিকার মন্ত্রণালয় জানিয়েছে, ২৮ মার্চ থেকে ৯ মে পর্যন্ত সেনা সরকার ১৩টি রাজ্য ও অঞ্চলে মোট ৩৭২টি বিমান হামলা চালিয়েছে, যাতে ৩৩৪ জন নিহত এবং ৫৫২ জন আহত হয়েছেন।

৮০ হাজার মানুষের সামনে শিশুকে দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করাল তালেবান, জাতিসংঘের নিন্দা

মিয়ানমারে আফিম চাষ বেড়েছে বহুগুণ, সংঘাত ও দারিদ্র্যে চোরাচালানে জড়াচ্ছেন কৃষকেরা

এশিয়ার চার দেশে বন্যা-ভূমিধসে মৃতের সংখ্যা ১১০০ ছাড়াল

এশিয়াজুড়ে বন্যা–ভূমিধসের তাণ্ডব, মৃতের সংখ্যা ৯০০ ছাড়াল

প্রথমবারের মতো কাঠমান্ডুতে মৎস্য মেলার আয়োজন করল বাংলাদেশ

বন্যায় বিপর্যস্ত দক্ষিণ এশিয়া, চার দেশে ৬০০ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা ৩০০ ছাড়াল

বিদেশে থাকা নাগরিকেরা ফিরতে চাইলে স্বাগত জানানো হবে: মিয়ানমারের জান্তাপ্রধান

ঘূর্ণিঝড়ে শ্রীলঙ্কায় মৃত বেড়ে ১৫৩, আন্তর্জাতিক সাহায্য প্রার্থনা

থাইল্যান্ড, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় বন্যা, ভ্রমণের আগে পর্যটকদের যা জানা দরকার