হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার সিনেটর হলেন আফগান বংশোদ্ভূত নারী

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’

ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’

ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’

সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন। 

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে

বন্ডাই বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড