হোম > বিশ্ব > এশিয়া

অস্ট্রেলিয়ার সিনেটর হলেন আফগান বংশোদ্ভূত নারী

ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ার সিনেটর নির্বাচিত হয়েছেন আফগান বংশোদ্ভূত নারী ফাতিমা পায়মান। ২৭ বছর বয়সী এই নারী বর্তমানে দেশটির সবচেয়ে কম বয়সী সিনেটর। গত ২৭ জুলাই অস্ট্রেলিয়ার সিনেটে ফাতিমা তাঁর প্রথম ভাষণ দেন। বিখ্যাত ফ্যাশন ও লাইফস্টাইল সাময়িকী ভোগের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

ফাতিমা অস্ট্রেলিয়ার ইতিহাসে তৃতীয় কম বয়সী নির্বাচিত সিনেটর। প্রথম ভাষণে ফাতিমা তাঁর সিনেটর হওয়ার যাত্রার কাহিনি বর্ণনা করে বলেন, অস্ট্রেলিয়া সত্যিকার অর্থেই বৈচিত্র্যপূর্ণ সমাজের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘শতাধিক বছর আগে, এমনকি দশ বছর আগেও কি এই পার্লামেন্ট একজন হিজাবি নারীকে সিনেটর হিসেবে মেনে নিত?’

ফাতিমা তাঁর ভাষণে হিজাব নিয়ে প্রচলিত ধারণা নিয়েও কথা বলেন। নেতিবাচক ধারণার সমালোচনা করে তিনি বলেন, ‘আমি কী পরব না পরব তার ভিত্তিতে কিংবা যারা আমার বাহ্যিক উপস্থিতি দিয়ে আমাকে বিচার করতে চান, তাদের আমি বলতে চাই হিজাব আমার নিজের বাছাই করা।’

ফাতিমা তাঁর ভাষণে তরুণীদের নিজ ইচ্ছামতো হিজাব পরার সিদ্ধান্ত নিক–এমন আহ্বান জানিয়ে বলেন, ‘আমি চাই, তরুণীরা গর্বের সঙ্গেই হিজাব পরুক এবং ভালো–মন্দের পার্থক্য বুঝে পরুক। আমি সংক্ষিপ্ত কাপড় বা এই জাতীয় কিছু পরে যারা রাস্তায় নামে তাদের সমালোচনা করতে চাই না এবং আমি আশা করি যখন আমি স্কার্ফ পরব তখন কেউ আমার সমালোচনা করুক।’

সিনেটর ফাতিমা নিজেকে ‘আধুনিক অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্ব’ করেন। 

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২