হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে নারীদের বিক্ষোভ মিছিলে তালেবানের ফাঁকা গুলি

আগামী ১৫ আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের ১ বছর পূর্তি হবে। ঠিক তার মাত্র দুদিন আগে বিরল এক সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেছে দেশটি বেশ কয়েকজন নারী। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কাবুলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাবুলে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ওই মিছিলটিতে অংশ নেন প্রায় ৪০ জন নারী। মিছিলটি ছত্রভঙ্গ করতে এতে ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি নারীদের রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবান বাহিনীর বিরুদ্ধে। 

এর আগে, বিক্ষোভরত নারীরা ১৫ আগস্টকে কালো দিন উল্লেখ করে নিজেদের কাজ করার অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের দাবি জানান। স্লোগানে নারীরা সব আফগান নারীদের জন্য ‘খাদ্য, কর্ম এবং স্বাধীনতা’ প্রদানের মাধ্যমে তাদের প্রতি ন্যায় বিচারের দাবি জানায় তালেবান সরকারের প্রতি। মিছিলে নারীদের শিক্ষার বাধা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় মিছিল আসা অধিকাংশ নারীকেই মুখমণ্ডল অনাবৃত রেখেই মিছিল করতে দেখা যায়। 

এ ছাড়া, মিছিলে ওই নারীরা ‘১৫ আগস্ট কালো দিন’, ‘বিচার চাই, বিচার চাই। আমরা উপেক্ষার শিকার হতে চাই না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে হঠাৎ আফগান গোয়েন্দা বিভাগের লোকজন এসে মিছিলে মারধর শুরু করে এবং ফাঁকা গুলি ছুড়ে। এই বিষয়ে, বিক্ষোভকারীদের একজন জুলিয়া পারসি বলেন, ‘দুঃখজনকভাবে তালেবান গোয়েন্দা বিভাগের লোকজন ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।’ 

দেশটিতে গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় গ্রহণের পর শিক্ষা, কর্ম, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে সীমিত করে, পাশাপাশি আরোপ করে বিভিন্ন বিধি-নিষেধ। তখন থেকেই নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে তারা। 

অস্ট্রেলিয়ায় সমুদ্রসৈকতে ইহুদিদের হানুক্কা উৎসবে গুলি, নিহত অন্তত ১০

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০