হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে নারীদের বিক্ষোভ মিছিলে তালেবানের ফাঁকা গুলি

আগামী ১৫ আগস্ট আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের ১ বছর পূর্তি হবে। ঠিক তার মাত্র দুদিন আগে বিরল এক সরকারবিরোধী বিক্ষোভ মিছিল করেছে দেশটি বেশ কয়েকজন নারী। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী কাবুলে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

আল–জাজিরার প্রতিবেদনে বলা হয়, কাবুলে দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সামনে ওই মিছিলটিতে অংশ নেন প্রায় ৪০ জন নারী। মিছিলটি ছত্রভঙ্গ করতে এতে ফাঁকা গুলি ছোড়ার পাশাপাশি নারীদের রাইফেলের বাঁট দিয়ে পিটিয়ে ছত্রভঙ্গ করার অভিযোগ উঠেছে তালেবান বাহিনীর বিরুদ্ধে। 

এর আগে, বিক্ষোভরত নারীরা ১৫ আগস্টকে কালো দিন উল্লেখ করে নিজেদের কাজ করার অধিকার ও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের দাবি জানান। স্লোগানে নারীরা সব আফগান নারীদের জন্য ‘খাদ্য, কর্ম এবং স্বাধীনতা’ প্রদানের মাধ্যমে তাদের প্রতি ন্যায় বিচারের দাবি জানায় তালেবান সরকারের প্রতি। মিছিলে নারীদের শিক্ষার বাধা তুলে নেওয়ারও আহ্বান জানানো হয়। এ সময় মিছিল আসা অধিকাংশ নারীকেই মুখমণ্ডল অনাবৃত রেখেই মিছিল করতে দেখা যায়। 

এ ছাড়া, মিছিলে ওই নারীরা ‘১৫ আগস্ট কালো দিন’, ‘বিচার চাই, বিচার চাই। আমরা উপেক্ষার শিকার হতে চাই না’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে হঠাৎ আফগান গোয়েন্দা বিভাগের লোকজন এসে মিছিলে মারধর শুরু করে এবং ফাঁকা গুলি ছুড়ে। এই বিষয়ে, বিক্ষোভকারীদের একজন জুলিয়া পারসি বলেন, ‘দুঃখজনকভাবে তালেবান গোয়েন্দা বিভাগের লোকজন ফাঁকা গুলি ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।’ 

দেশটিতে গত বছরের ১৫ আগস্ট তালেবান ক্ষমতায় গ্রহণের পর শিক্ষা, কর্ম, রাজনীতি ও বিভিন্ন ক্ষেত্রে নারীর অংশগ্রহণকে সীমিত করে, পাশাপাশি আরোপ করে বিভিন্ন বিধি-নিষেধ। তখন থেকেই নিজেদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে আসছে তারা। 

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭