হোম > বিশ্ব > এশিয়া

জাপানের জলসীমায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া  

উত্তর কোরিয়া জাপানের উপকূলে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া ও জাপানের সামরিক বাহিনী। 

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, উত্তর কোরিয়া নিয়ে আলোচনার জন্য দক্ষিণ কোরিয়া, জাপান ও মার্কিন গোয়েন্দাপ্রধানেরা সিউলে বৈঠক করেছেন।  

উত্তর কোরিয়া বিশেষ করে জাতিসংঘ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাশাপাশি পারমাণবিক অস্ত্র পরীক্ষা করতে নিষেধ করেছে। 

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছেন, উত্তর কোরিয়ার পূর্বে সিনপো বন্দর থেকে একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছে, যেখানে পিয়ংইয়ংয়ের সাধারণত সাবমেরিন ঘাঁটি। এটি পূর্ব সাগরে অবতরণ করে, যা জাপানের সাগর নামেও পরিচিত। 

সিনপো খুবই গুরুত্বপূর্ণ একটি নৌ শিপইয়ার্ড। এই বন্দর ব্যবহার করে এর আগেও উত্তর কোরিয়া সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ে, এমন অভিযোগও আছে।   

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকে 'অত্যন্ত দুঃখজনক' বলে অভিহিত করছেন।  

উত্তর কোরিয়া তার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে এগিয়ে গেছে, এদিকে দক্ষিণ কোরিয়া নিজস্ব অস্ত্র তৈরি করছে। পর্যবেক্ষকদের মতে, যা কোরীয় উপদ্বীপে অস্ত্র প্রতিযোগিতায় পরিণত করবে। 

কোরিয়ান যুদ্ধের কারণে উত্তর ও দক্ষিণ কোরিয়ায় টেকনিক্যালি যুদ্ধ অব্যাহত রয়েছে, যা উপদ্বীপকে দুটি দেশে বিভক্ত করেছিল। ১৯৫৩ সালে যুদ্ধবিরতির মাধ্যমে যুদ্ধ শেষ হয়। 

উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন গত সপ্তাহে বলেছিলেন যে তিনি কোরিয়ান উপদ্বীপে আবার যুদ্ধ শুরু করতে চান না, কিন্তু তাঁর দেশকে শত্রুদের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য অস্ত্রের উন্নয়ন অব্যাহত রাখা দরকার। মার্কিন যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে শত্রুতা করছে বলে অভিযোগ করেছিলেন। 

মার্কিন যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া পূর্ব শর্ত ছাড়াই আলোচনা করতে পারবে বলে জানিয়েছে কোরিয়ার মার্কিন দূত। 

পরমাণু নিরস্ত্রীকরণ নিয়ে মৌলিক মতবিরোধের কারণে যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়ার মধ্যে আগের আলোচনা ভেঙে যায়।

যুক্তরাষ্ট্র চায় উত্তর কোরিয়া নিষেধাজ্ঞা শিথিল হওয়ার আগেই তার পারমাণবিক অস্ত্র ছেড়ে দেবে, কিন্তু উত্তর কোরিয়া এ বিষয় এখন পর্যন্ত অস্বীকার করেছে। 

থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত বন্ধ করল কম্বোডিয়া

ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘর্ষ চলছে

দক্ষিণ কোরিয়ায় ইংরেজি পরীক্ষা নিয়ে এত হইচই কেন

লোকলজ্জার ভয় ও মার্কিন অর্থায়ন হ্রাস, পাপুয়া নিউগিনিতে এইচআইভি এখন ‘জাতীয় সংকট’

হাসপাতালে মিয়ানমার জান্তার বিমান হামলা, নিহত অন্তত ৩০

স্কুলে মোবাইল নিষিদ্ধের এক বছর পর কী ফল পেল নিউজিল্যান্ড

আফগানিস্তানে ‘পিকি ব্লাইন্ডার্স’ চরিত্র সাজায় চার যুবককে গ্রেপ্তার

জাপানকে ঘিরে চীনা-রুশ যুদ্ধবিমানের চক্কর—অভিযোগ টোকিওর

ইন্দোনেশিয়ায় ড্রোন সরবরাহ প্রতিষ্ঠানের কার্যালয়ে আগুন, নিহত ২০

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্তে নতুন করে ছড়িয়ে পড়েছে সংঘাত, নিহত ৭