হোম > বিশ্ব > এশিয়া

পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে নিহত অন্তত ৬৪

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রশান্ত মহাসাগরের দেশ পাপুয়া নিউগিনিতে দুই গোত্রের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনের (এবিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। 

স্থানীয় পুলিশ আজ সোমবার জানিয়েছে, গতকাল রোববার এই সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত দুই গোত্রের মধ্যে এই সংঘর্ষ ঘটে। পুলিশ আরও জানিয়েছে, পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলের এনগা প্রদেশের হাইল্যান্ডে এই প্রাণহানির ঘটনা ঘটেছে। 

পাপুয়া নিউগিনির পুলিশ বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা জর্জ কাকাস বলেন, ‘এনগাতে আমি যে গণহত্যা দেখেছি তা এখন পর্যন্ত এই প্রদেশের সবচেয়ে বড় গণহত্যা। সম্ভব পুরো পার্বত্য পাপুয়া নিউগিনিতেই এই হত্যাকাণ্ড একটি বড় ঘটনা।’ 

পাপুয়া নিউগিনিতে এখনো অন্তত কয়েক শ গোত্র আছে। এসব গোত্রের অধিকাংশই অন্যদের প্রতি সহনশীল নয় এবং এসব গোত্র সাধারণত দুর্গম পার্বত্য এলাকায় বাস করে। পুলিশ আরও জানিয়েছে, তাদের অনুমান—গত বছর এনগায় সংঘর্ষের ঘটনায় ৬০ জনের মৃত্যু হয়েছিল। সম্ভব সেই সংঘর্ষে জড়িত একটি গোষ্ঠী গতকালের সংঘর্ষেও জড়িত ছিল। 

এদিকে, এই সংঘর্ষের বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেছেন, ‘পাপুয়া নিউগিনি থেকে এমন সংবাদ পাওয়াটা খুবই হতাশাজনক। পাপুয়া নিউগিনির নিরাপত্তার জন্য আমরা যথেষ্ট সহায়তা দিচ্ছি, বিশেষ করে পুলিশ অফিসারদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি আমরা।’

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭