হোম > বিশ্ব > এশিয়া

আগ্রাসী হামলা সহ্য করা হবে না: পাকিস্তানকে তালেবান

আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দেশটির তালেবান সরকার। গতকাল রোববার আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ‘প্রতিবেশী দেশের আগ্রাসী হামলা সহ্য করা হবে না।’ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের মৃত্যুবার্ষিকীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ও মোল্লা মোহাম্মদ ওমরের ছেলে মোল্লা মোহাম্মদ ইয়াকুব এসব কথা বলেন। স্মরণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে রাজধানী কাবুলে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব বলেন, ‘আমরা বিশ্ব এবং আমাদের প্রতিবেশী উভয়ের থেকেই সমস্যা ও চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি। এর স্পষ্ট উদাহরণ হচ্ছে আমাদের ভূখণ্ড কুনারে তাদের (পাকিস্তানের) আক্রমণ। আমরা এই আগ্রাসন আর সহ্য করব না। বহুদিন ধরে এ ধরনের হামলা সহ্য করেছি। আর নয়। এত দিন জাতীয় স্বার্থে সহ্য করেছি, কিন্তু এ ধরনের হামলা যদি বারবার ঘটতেই থাকে, পরের বার আমরা আর সহ্য করব না।’ 

গত গত ১৬ এপ্রিল আফগানিস্তানের খোস্ত এবং কুনার প্রদেশে বিমান হামলা হয়েছে। এতে ৩৬ জন মানুষ নিহত হয়েছেন। জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, এদের মধ্যে ২০ জন শিশুও রয়েছে। তালেবান সরকার অভিযোগ করে বলেছে, এ হামলা করেছে পাকিস্তান। তখন আফগান সরকার এ হামলার প্রতিবাদ জানাতে আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূতকে তলব করেছিল। এরপরই গতকাল রোববার সরকারের একজন শীর্ষ কর্মকর্তার পক্ষ থেকে কড়া প্রতিবাদ এল। 

পাকিস্তান অবশ্য এ হামলার দায় স্বীকার করেনি। বরং আফগানিস্তানকে ‘ভ্রাতৃপ্রতিম দেশ’ বলে অভিহিত করেছে। 

এদিকে তালেবান মন্ত্রীর কড়া মন্তব্যের পর পাকিস্তানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, দুই দেশের মধ্যে শান্তি রক্ষা করতে দীর্ঘমেয়াদি পদক্ষেপ নিতে হবে। আফগানিস্তান ও পাকিস্তান ভাইয়ের মতো দুটি দেশ। সন্ত্রাসবাদ দুই দেশের জন্যই একটি গুরুতর হুমকি এবং দেশ দুটি দীর্ঘদিন ধরেই এ সমস্যায় ভুগছে। আফগানিস্তানের মাটিতে সন্ত্রাসীদের রুখতে কার্যকর ব্যবস্থা নিতে হবে। 

জাপানের পার্লামেন্টে নারীদের শৌচাগার বাড়ানোর লড়াইয়ে খোদ প্রধানমন্ত্রী তাকাইচি

আফগানিস্তানে শীতের মধ্যে বন্যা, নিহত অন্তত ১৭

রোলেক্স থেকে আইফোন—‘জাপানে ব্যবহৃত’ পণ্যের বৈশ্বিক কদর বাড়ছে

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২