হোম > বিশ্ব > এশিয়া

‘তালেবান নিষ্ঠুর’

আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানকে নিষ্ঠুর গোষ্ঠী আখ্যায়িত করেছেন মার্কিন জেনারেল মার্ক মিলি। তিনি বলেছেন, তালেবান যে আদৌ পরিবর্তন নিয়ে আসবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার আফগানযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত মঙ্গলবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ হয়েছে। খুব শিগগিরই আফগানিস্তানে তালেবান নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে।

জেনারেল মিলি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আফগানিস্তান থেকে শেষ সেনা প্রত্যাহারে পর বুধবারই প্রথম জনসম্মুখে বক্তব্য রাখেন। আফগানিস্তান থেকে লোকজন সরানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আফগানিস্তান থেকে সফলভাবে লোকজন সরানোর কাজে যে সব সেনারা নিয়োজিত ছিল তাদের প্রশংসা করেছেন মার্কিন জেনারেল মিলি ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তালেবানের সঙ্গে কাজ করা নিয়ে বলেন, আমরা তালেবানের সঙ্গে খুব সংকীর্ণ ইস্যুতে কাজ করছিলাম এবং সেটা ছিল যতটা সম্ভব মানুষকে বের করে আনার জন্য।

আইএস খোরাসানের বিরুদ্ধে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে একসঙ্গে কাজ করার করতে পারেও বলে জানান জেনারেল মিলি।

আইএস খোরাসান কাবুলে হামলা চালিয়ে ১৭০ জনের মতো মানুষকে হত্যা করেছে। যেখানে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা সদস্যও নিহত হয়েছেন।

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার