হোম > বিশ্ব > এশিয়া

‘তালেবান নিষ্ঠুর’

আফগানিস্তানের বর্তমান শাসক গোষ্ঠী তালেবানকে নিষ্ঠুর গোষ্ঠী আখ্যায়িত করেছেন মার্কিন জেনারেল মার্ক মিলি। তিনি বলেছেন, তালেবান যে আদৌ পরিবর্তন নিয়ে আসবে তা স্পষ্ট নয়। যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার আফগানযুদ্ধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি এমনটি বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

২০ বছরের যুদ্ধের অবসান ঘটিয়ে গত মঙ্গলবার আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার কার্যক্রম শেষ হয়েছে। খুব শিগগিরই আফগানিস্তানে তালেবান নতুন সরকার ঘোষণা করতে যাচ্ছে।

জেনারেল মিলি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে আফগানিস্তান থেকে শেষ সেনা প্রত্যাহারে পর বুধবারই প্রথম জনসম্মুখে বক্তব্য রাখেন। আফগানিস্তান থেকে লোকজন সরানো নিয়ে বিশ্বব্যাপী সমালোচিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে আফগানিস্তান থেকে সফলভাবে লোকজন সরানোর কাজে যে সব সেনারা নিয়োজিত ছিল তাদের প্রশংসা করেছেন মার্কিন জেনারেল মিলি ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।

প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন তালেবানের সঙ্গে কাজ করা নিয়ে বলেন, আমরা তালেবানের সঙ্গে খুব সংকীর্ণ ইস্যুতে কাজ করছিলাম এবং সেটা ছিল যতটা সম্ভব মানুষকে বের করে আনার জন্য।

আইএস খোরাসানের বিরুদ্ধে তালেবানের সঙ্গে যুক্তরাষ্ট্রে একসঙ্গে কাজ করার করতে পারেও বলে জানান জেনারেল মিলি।

আইএস খোরাসান কাবুলে হামলা চালিয়ে ১৭০ জনের মতো মানুষকে হত্যা করেছে। যেখানে যুক্তরাষ্ট্রের ১৩ সেনা সদস্যও নিহত হয়েছেন।

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে