হোম > বিশ্ব > এশিয়া

তালেবানদের হটিয়ে প্রাদেশিক রাজধানী পুনর্দখল করল আফগান বাহিনী

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বাঘিসের রাজধানী কালা-ই-নাওয়া পুনর্দখল করেছে আফগানিস্তানের সরকারি বাহিনী। একদিন তালেবানদের দখলে থাকার পর আজ বৃহস্পতিবার এ রাজধানীর নিয়ন্ত্রণ ফিরে পায় সরকার। দখলের পর এই অঞ্চলে কয়েক শ অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, মধ্য এশীয় দেশ তুর্কমেনিস্তানের সীমান্তবর্তী বাঘিস প্রদেশের রাজধানী কালা-ই-নাওয়ায় বিচ্ছিন্নভাবে সংঘর্ষ চলছিল। দীর্ঘ ২০ বছর আগ্রাসনের পরে আফগানিস্তান থেকে বিদেশি বাহিনী সরে আসায় তালেবানরা নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে বুধবার পুলিশ সদর দপ্তরসহ শহরের মূল সরকারি ভবন দখল করে নেয়। এগুলো উদ্ধারের জন্যই আজ অভিযান চালায় আফগানিস্তানের সরকারি বাহিনী। এদিনই সরকারি বাহিনী রাজধানীর দখল নেয়। 

আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ফাওয়াদ আমান বলেন, ‘শহরটি পুরোপুরি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং আমরা শহরটির উপকণ্ঠে তালেবানদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এ অভিযানে কালা-ই-নাওয়ায় ৬৯ জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে।’ তালেবানদের কাছ থেকে সরকারি বাহিনী বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলেও মন্ত্রণালয়ের এক টুইট বার্তায় জানানো হয়। 

তবে, এখন পর্যন্ত বাঘিস প্রদেশের বাকি অংশ তালেবানদের দখলে রয়েছে। পশ্চিমা সুরক্ষা কর্মকর্তারা বলেছেন, তালেবানরা আফগানিস্তানের শতাধিক জেলা দখল করেছে। তালেবানরা বলেছে, তাঁরা দেশটির ৩৪টি প্রদেশে ২০০ টিরও বেশি জেলা দখল করে রেখেছে, যা দেশের মোট আয়তনের অর্ধেক। তবে প্রধান শহর এবং প্রাদেশিক রাজধানীগুলো সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। 

 ২০০১ সালে নর্দার্ন অ্যালায়েন্স ও ন্যাটো জোটের যৌথ অভিযানে তালেবান সরকারের অবসান হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র তাদের মূল আফগান ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নেওয়ায় বিদ্রোহী তালেবানরা শক্তিশালী হয়ে ওঠে। বিশেষ করে উত্তর প্রদেশে তালেবানরা নাটকীয়ভাবে শক্তিশালী হয়ে ওঠে। কারণ, দীর্ঘকাল ধরে এই অঞ্চলের তালেবানদের উপসাগরে রাখা হয়েছিল। তবে সরকার ও বিদ্রোহীদের মধ্যে স্টপ-স্টার্ট শান্তি আলোচনাগুলি অসম্পূর্ণই রয়ে গেছে।

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক