হোম > বিশ্ব > এশিয়া

সংসদ ভেঙে দিলেন নেপালের প্রেসিডেন্ট, নভেম্বরে নির্বাচন

ঢাকা: নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি জাতীয় সংসদ ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা দিয়েছেন। এমন একটি সময়ে এ ঘোষণা এলো যখন দেশটিতে করোনার প্রকোপ নতুন করে বাড়তে শুরু করেছে। তাই এমন পরিস্থিতিতে নির্বাচনের ঘোষণা ও সংসদ ভেঙে দেওয়ায় দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবারের (২১ মে) মধ্যে নতুন সরকার গঠনের সময়সীমা বেধে দেন প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি। কিন্তু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি বা বিরোধীদলের নেতা শের বাহাদুর দেউবার কেউই বেঁধে দেওয়া সময়ের মধ্যে নতুন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেননি। এ কারণে শুক্রবার মধ্যরাতে হঠাৎ করে সংসদ ভেঙে দিয়ে আগামী নভেম্বর সাধারণ নির্বাচনের ঘোষণা দেন দেশটির প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি।

প্রেসিডেন্ট বিদ্যা দেবীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ নভেম্বরের মধ্যে সাধারণ নির্বাচনের প্রথম ধাপ ও ১৯ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ধাপের নির্বাচন সম্পন্ন করার আদেশ দিয়ে হাউস অব রিপ্রেজেনটেটিভ ভেঙে দিলেন প্রেসিডেন্ট।

বিবৃতিতে আরও বলা হয়, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলির নেতৃত্বাধীন মন্ত্রিসভার সুপারিশক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে গত বছরের ডিসেম্বরে অলির সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্তকে ঘিরে নেপালে সপ্তাহব্যাপী বিক্ষোভ-সহিংসতার ঘটনা ঘটে। পরবর্তীতে সুপ্রিম কোর্ট তাঁর এই সিদ্ধান্তকে অসাংবিধানিক বলে রায় দেন।

জাতীয় সংসদ ভেঙে দেওয়া ও নির্বাচনের ঘোষণার বিষয়ে রাজনৈতিক দলগুলো এখনও পর্যন্ত কোনো মন্তব্য করেনি।

এদিকে করোনার দ্বিতীয় ঢেউয়ে নেপালে করোনা সংক্রমণ বাড়ছে। দেশটিতে প্রতিদিন গড়ে আট হাজারের বেশি নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছেন। পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, নেপালে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৯৭ হাজার ৫২ জন মানুষ আর মারা গেছেন ৬ হাজার ২৪ জন।

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন