হোম > বিশ্ব > এশিয়া

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে করোনায় লক্ষাধিক মৃত্যু ইন্দোনেশিয়ায়

করোনায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা লাখ ছাড়িয়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশটিতে করোনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬৩৬ জনের। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৩২ হাজার ৫৬৭ জন। 

এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় করোনায় লক্ষাধিক প্রাণহানির ঘটনা ঘটল। এর আগে এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতে করোনায় লক্ষাধিক মানুষের প্রাণহানি ঘটে। 

গত কয়েক সপ্তাহ ধরেই বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে দৈনিক মৃত্যুর তালিকার শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়া। গত ১৬ জুলাই থেকে দেশটিতে করোনায় প্রতিদিনই করোনায় হাজারের ওপর মানুষের মৃত্যু হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭৪৭ জন। আর আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৬৭ জন। 

প্রসঙ্গত, করোনা মহামারি শুরুর পর থেকে বিশ্বে এ পর্যন্ত ১২টি দেশে করোনায় লক্ষাধিক মানুষের মৃত্যুর ঘটনা ঘটেছে। দেশগুলো হলো-যুক্তরাষ্ট্র, ভারত, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া, ইতালি, প্যারাগুয়ে ও মেক্সিকো। 

উল্লেখ্য, ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় এ পর্যন্ত বিশ্বে মোট আক্রান্ত হয়েছেন ২০ কোটি ৫ লাখ ৫ হাজার ১৪৪ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪২ লাখ ৬৩ হাজার ৮০০ জন। এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন ১৮ কোটি ৭ লাখ ১৩ হাজার ৪৮৬ জন। 

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার