হোম > বিশ্ব > এশিয়া

যে কারণে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

আবারও আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এ সময় দেশটির প্রেসিডেন্ট কিম জং উন পরীক্ষাস্থলে উপস্থিত ছিলেন। দেশটির প্রতিরক্ষাব্যবস্থা বাড়াতে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘দীর্ঘমেয়াদি দ্বন্দ্বের’ প্রস্তুতি হিসেবে এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে জানানো হয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোতে। শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

উত্তর কোরিয়া জানিয়েছে, তাঁরা প্রেসিডেন্ট কিম জং উনের নির্দেশে দেশটির এযাবৎকালের মধ্যে সবচেয়ে বড় পাল্লার আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। নতুন পরীক্ষিত এই ক্ষেপণাস্ত্র উত্তর কোরিয়ার আগে পরীক্ষা করা হসং-১৭-এর একটি ‘নতুন ধরন’ সংস্করণ বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর মতে, ক্ষেপণাস্ত্রটি পিয়ংইয়ং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। সমুদ্রে পতিত হওয়ার আগে ক্ষেপণাস্ত্রটি সর্বোচ্চ ৬ হাজার ২৪৮ কিলোমিটার বা ৩ হাজার ৮৮০ মাইল উচ্চতা পাড়ি দিয়েছিল। এবং ৬৭ মিনিটের উড্ডয়নকালে ১ হাজার ৯০ কিলোমিটার, অর্থাৎ ৬৮০ মাইল দূরত্ব অতিক্রম করেছিল।

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএর প্রতিবেদন অনুসারে, জাপানা, কোরীয় উপদ্বীপে এবং এর আশপাশের অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনা, পারমাণবিক যুদ্ধের বিপদ ও সাম্রাজ্যবাদী যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘমেয়াদি সংঘাতের অনিবার্যতার কারণে কিম এই পরীক্ষার নির্দেশ দিয়েছেন। 

এই ক্ষেপণাস্ত্র সম্পর্কে দেশটির প্রেসিডেন্ট কিম জং ইন বলেছেন, ‘উত্তর কোরিয়ার এই নতুন কৌশলগত অস্ত্রের উত্থান পুরো বিশ্বকে আমাদের কৌশলগত সশস্ত্রবাহিনীর শক্তি সম্পর্কে আরও একবার স্পষ্টভাবে সচেতন করবে।’ 

এদিকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উৎক্ষেপণকে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ‘সুস্পষ্ট লঙ্ঘন’ বলে নিন্দা করেছেন। 

এর আগে, ২০১৭ সালে পরমাণু অস্ত্রধারী দেশ উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা করে। সে সময় দক্ষিণ কোরিয়া, জাপান ও যুক্তরাষ্ট্র এর তীব্র নিন্দা জানিয়েছিল।

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র