হোম > বিশ্ব > এশিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে পণ্য বিক্রি নিষিদ্ধ করল ইন্দোনেশিয়া

সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ধরনের ই-কমার্স লেনদেন নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়া। আজ বুধবার দেশটির বাণিজ্যমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। 

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে পণ্য বিক্রি বেড়ে যাওয়ায় ইন্দোনেশিয়ার সাধারণ ক্ষুদ্র ব্যবসায়ী ও বিপণিবিতানগুলো হুমকির মধ্যে পড়েছে। এ অবস্থায় অফলাইনের ব্যবসায়ীদের রক্ষা করার জন্য নতুন সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দক্ষিণ এশিয়া বিশেষ করে ইন্দোনেশিয়ার বাজারকে টার্গেট করে অনলাইন ভিত্তিক বাজার সৃষ্টির জন্য চীনা সামাজিক মাধ্যম টিকটক বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়ার তিন মাস পর নতুন সিদ্ধান্তটি এসেছে। 

জানা গেছে, ইন্দোনেশিয়ায় প্রায় সাড়ে ১২ কোটি অ্যাকটিভ ইউজার রয়েছে টিকটকের। ইন্দোনেশিয়ায় বিপুল আয়ের লক্ষ্যমাত্রা ছিল এই মাধ্যমটির। 

বুধবার ইন্দোনেশিয়ার বাণিজ্যমন্ত্রী জুলকিফলি হাসান জাকার্তায় এক সংবাদ সম্মেলনে বলেন, ‘গতকাল থেকে এই বাণিজ্য বিধি কার্যকর হয়েছে। সামাজিক মাধ্যমগুলো নতুন নিয়ম মেনে চলতে এক সপ্তাহ সময় পাবে।’ 

বাণিজ্যমন্ত্রী জানান, ব্যবসায়িক প্রতিযোগিতায় সমতা আনতে নতুন আইন পাস করা হয়েছে। এই আইনে সামাজিক মাধ্যমগুলো সরাসরি বাণিজ্য করতে পারবে না, তবে পণ্যের প্রচারণা চালাতে পারবে। 

টিকটকের নাম উল্লেখ না করে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘সামাজিক মাধ্যমগুলো টিভি চ্যানেলের মতো বিজ্ঞাপন প্রচার করতে পারে। কিন্তু এখানে সরাসরি বাণিজ্য হওয়া উচিত নয়। তারা দোকান খুলতে পারে না, সরাসরি পণ্য বিক্রি করতে পারে না।’

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত

নাগরিকত্বের জন্য বসবাসের শর্ত দ্বিগুণ করল জাপান

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার