ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে সুপার টাইফুন রাইয়ের আঘাতে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭৫-এ দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে আজ এ তথ্য জানানো হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোর ৫টায় সুপার টাইফুন রাই ফিলিপাইনে আঘাত হানে। টাইফুনটির কেন্দ্রের কাছে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১৯৫ কিলোমিটার। এই টাইফুনে প্রথমে ১২ জন, পরে ৩৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। তবে সেনাবাহিনী, পুলিশ, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের ১৮ হাজারের বেশি সদস্যের সম্মিলিত উদ্ধার অভিযানে আজ পর্যন্ত উদ্ধার হওয়া মরদেহের সংখ্যা ৭৫।
প্রসঙ্গত, বিশ্বের সবচেয়ে জলবায়ুগত দুর্যোগপ্রবণ দেশগুলোর একটি ফিলিপাইন। বছরে এখানে গড়ে ২০টি টাইফুন আঘাত হানে। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত বর্ষাকাল থাকায় বেশির ভাগ টাইফুন এই সময়েই হয়ে থাকে। রাওয়ের ক্ষেত্রেও তা-ই হলো।