হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানে খুলল সরকারি বিশ্ববিদ্যালয়, নারীদের জন্য বিশেষ শর্ত

আফগানিস্তানে তালেবান ক্ষমতায় আসার পর প্রথমবারের মতো আজ বুধবার খুলল দেশটির সরকারি বিশ্ববিদ্যালয়। তবে নারী শিক্ষার্থীরা পুরুষদের থেকে আলাদা শ্রেণিকক্ষ ব্যবহার ও পর্দার নিয়ম কানুন মেনে ক্লাসে ফিরতে পারবে বলে জানিয়েছে তালেবান।

তবে তালেবান প্রশাসন আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানালেও একজন শিক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী রয়টার্সকে জানান, আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদের নানগারহার বিশ্ববিদ্যালয়ে একটি পৃথক দরজা দিয়ে নারী শিক্ষার্থীদের প্রবেশ করতে দেখা গেছে। এটি আফগানিস্তানের সবচেয়ে বড় সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত তালেবানের পূর্ববর্তী শাসনামলে নারী শিক্ষা নিষিদ্ধ করা হয়েছিল। তবে গোষ্ঠীটি গত ১৫ আগস্ট ক্ষমতাগ্রহণের সময় জানায়, এবার তারা পরিবর্তন হবে। তবে আফগানিস্তানের অনেক প্রদেশের নারীরা এখনো স্কুলে ফিরতে পারেনি। আফগানিস্তানে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় আবার চালু হয়েছে, কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই নারীরা ফিরতে পারেননি।

আন্তর্জাতিক সম্প্রদায় আফগানিস্তানে নারীর শিক্ষাকে একটি গুরুত্বপূর্ণ দাবি হিসেবে তুলে ধরেছে।

জাতিসংঘ আফগানিস্তানের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতে নারী শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির প্রশংসা করেছে।

নানগারহার বিশ্ববিদ্যালয়ের প্রধান খলিল আহমদ বিহসুদওয়াল রয়টার্সকে বলেন, পুরুষ ও নারী শিক্ষার্থীরা আলাদা ক্লাসে অংশ নেবে, যা অনেক প্রদেশে ইতিমধ্যেই চালু রয়েছে। আফগানিস্তানে শুধুমাত্র উষ্ণ প্রদেশের বিশ্ববিদ্যালয়গুলো বুধবার খোলা হয়েছে কাবুলসহ ঠান্ডা অঞ্চলে বিশ্ববিদ্যালয়গুলো ২৬ ফেব্রুয়ারি থেকে পুনরায় চালু হবে।

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!

পাকিস্তানি বলে গুঞ্জন—বন্ডাই বিচের হামলাকারীরা আসলে ভারতীয়

বন্ডাই বিচ ট্র্যাজেডি: ভারত ও অস্ট্রেলিয়ার পাসপোর্টে ফিলিপাইনে গিয়েছিল হামলাকারী বাবা-ছেলে

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই