হোম > বিশ্ব > এশিয়া

ফ্রান্সের রাষ্ট্রদূতকে বহিষ্কার ইস্যুতে ভোটাভুটিতে যাচ্ছে পাকিস্তান

ফরাসি ম্যাগাজিন শার্লি এব্দোতে মহানবি(সাঃ)-র কার্টুন প্রকাশ করার জন্য ফ্রান্সের রাষ্ট্রদূতকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হবে কীনা এ নিয়ে সিদ্ধান্ত নিতে পার্লামেন্ট ভোটের আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান সরকার। আজ মঙ্গলবার এই ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ।

ফ্রান্সে মহানবী (সা.)-এর কার্টুন প্রকাশের দায়ে রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবি তুলেছিল তেহরিক-ই- লাব্বাইক পাকিস্তান(টিএলপি)। দলটির দাবি, সরকার তাদের প্রতিশ্রুতি দিয়েছিল, ফ্রান্সের রাষ্ট্রদূতকে ২০ এপ্রিলের মধ্যে পাকিস্তান থেকে বের করে দেওয়া হবে। কিন্তু টিএলপি-কে সম্প্রতি নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এর প্রতিবাদে দলটির কর্মীদের সঙ্গে পাকিস্তান পুলিশের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় এখন পর্যন্ত ৮০০ জন আহত হয়েছেন । নিহত হয়েছেন চার পুলিশ সদস্য।

এ নিয়ে একটি ভিডিও বার্তায় পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ বলেন, পাকিস্তান সরকার এবং টিএলপির দীর্ঘ আলোচনার পর এই বিষয়ে সম্মত হওয়া গেছে যে ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কাররের বিষয়টি পার্লামেন্টে সমাধান হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান গতকাল সোমবার টেলিভশনে দেওয়া একটি ভাষণে বলেন, দেশটির অর্ধেক রফতানি ইউরোপিয়ান ইউনিয়নের দেগুলোর সঙ্গে হওয়ায় ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হলে মূল্য চোকানো লাগতে পারে পাকিস্তানের ।

মহানবী (সা.)-এর বিতর্কিত কার্টুন দেখানোয় গত বছর ফ্রান্সে এক স্কুল শিক্ষককে হত্যা করা হয়। ওই স্কুল শিক্ষকের মরদেহে ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রোঁ শ্রদ্ধা জানানোর পর ইসলামাবাদের সঙ্গে প্যারিসের সম্পর্কের আরও অবনতি হয়।

রাষ্ট্রদূত বহিষ্কার ছাড়াও গ্রেফতার হওয়া নেতাকর্মীদের মুক্তি দাবি করেছে টিলএলপি। এ নিয়ে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, শিগগিরই টিএলপি-এর কর্মীদের সব মামলা প্রত্যাহার করা হবে।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি