হোম > বিশ্ব > এশিয়া

গাজায় ইসরায়েলের হামলা নিয়ে রাইসি-পুতিনের ফোনালাপ 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 
 
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। 

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’ 

জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’ 

দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী। 

অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

নববর্ষের ভাষণে তাইওয়ানকে ফের চীনের সঙ্গে একীভূত করার অঙ্গীকার করলেন সি চিন পিং

নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছে ৫২ শতাংশ, দাবি মিয়ানমারের জান্তা সরকারের

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী