হোম > বিশ্ব > এশিয়া

গাজায় ইসরায়েলের হামলা নিয়ে রাইসি-পুতিনের ফোনালাপ 

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে এক ফোনকলে আলাপ করেছেন। প্রেসিডেন্ট রাইসির রাজনৈতিক বিষয়ক উপপ্রধান মোহাম্মদ জামশিদির বরাত দিয়ে ইরানের সরকারি সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 
 
ওই প্রতিবেদন অনুসারে, ফোনকলে হামাস–ইসরায়েল যুদ্ধের কারণে ফিলিস্তিনে যুদ্ধাপরাধের পরিমাণ বাড়ছে বলে সতর্ক করেছেন ইরানের প্রেসিডেন্ট রাইসি। 

আজ সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে (সাবেক টুইটার) জামশিদি এক পোস্টে বলেন, ‘প্রেসিডেন্ট রাইসি এবং প্রেসিডেন্ট পুতিনের ফোনকল আলোচনায় রাইসি চলমান যুদ্ধে ইহুদিবাদের দ্বারা সংঘটিত যুদ্ধাপরাধের সম্পর্কে সচেতন করেছেন।’ 

জামশিদি ওই পোস্টে আরও বলেন, ‘চলমান অবরোধ, নারী ও শিশুদের নির্বিচারে হত্যা এবং গাজার বৈধ ও নির্বাচিত সরকারের ওপর হামলা এক দীর্ঘ এবং বহুমাত্রিক যুদ্ধে রূপ নেবে বলেও জানিয়েছেন।’ 

দুই প্রেসিডেন্ট ককেশাসে চলমান সংঘাত নিয়েও আলোচনা করেছেন বলে জানিয়েছেন জামশিদি। 

গত ৭ অক্টোবর সকালে ইসরায়েলের ওপর ২০ মিনিটের মধ্যে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। এরপর ইসরায়েলও যুদ্ধ ঘোষণা করে হামাসের বিরুদ্ধে। দুই পক্ষের চলমান এ যুদ্ধে গাজায় এ পর্যন্ত ২ হাজার ৬৭০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ। এ তথ্য নিশ্চিত করেছে ফিলিস্তিনের প্রতিরক্ষা বাহিনী। 

অপরদিকে আইডিএফের কর্মকর্তারা জানিয়েছেন, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত হামাসের হামলায় প্রাণ হারিয়েছেন ১ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি ও অন্যান্য দেশের নাগরিক।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি