হোম > বিশ্ব > এশিয়া

তালেবানকে আফগান রিজার্ভ দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ব্যাংকে থাকা আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তালেবানদের দেওয়া হবে না। এর জেরে আফগান সরকারের রিজার্ভ জব্দ করে রেখেছে মার্কিন সরকার। বিষয়টির সঙ্গে পরিচিতি দুটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

গত এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ৯৪০ কোটি ডলার।

একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমেরিকায় থাকা আফগানিস্তানে কোনো সম্পদ তালেবান পাবে না।

এদিকে হোয়াইট হাউস মনে করছে, তালেবান আফগান বাহিনীর কাছ থেকে যে সব অস্ত্র জব্দ করেছে সেগুলোও  যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইছে তালেবানকে নগদ অর্থ থেকে দূরে রাখতে। রিজার্ভ জব্দের কারণে তালেবান আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না।

এ নিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমাল আহমাদি সোমবার একটি টুইট বার্তায় বলেন, ডলারের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যাতে তালেবান বৈদেশিক মুদ্রা না পায়। 

এ নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা চালিয়েছে তালেবান নেতারা।

তাইওয়ানকে ঘিরে ধরেছে চীনের যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান ও ড্রোন

ইন্দোনেশিয়ায় নার্সিং হোমে আগুনে ১৬ জনের মৃত্যু

যে কৌশলে রুশ ধনকুবেরদের কণ্ঠরোধ করেছেন পুতিন

সহিংসতা ও প্রত্যাখ্যানের মধ্যে মিয়ানমারে চলছে ‘প্রহসনের’ নির্বাচন

জাপানে তুষারপাতে পিচ্ছিল রাস্তায় ৫০টি গাড়ির সংঘর্ষ, নিহত ২

রক্তক্ষয়ী সংঘর্ষের পর দ্বিতীয়বার যুদ্ধবিরতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া

নাজিব রাজাকের ১৫ বছরের কারাদণ্ড, জটিল সমীকরণে মালয়েশিয়ার সরকার

৫৪ কোটি ডলার পাচার: ক্ষমতার অপব্যবহারে দোষী সাব্যস্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই রেকর্ড প্রতিরক্ষা বাজেট অনুমোদন করল জাপান

থাই-কম্বোডিয়া সীমান্তে গুঁড়িয়ে দেওয়া হলো বিষ্ণু মূর্তি, নিন্দা জানাল ভারত