হোম > বিশ্ব > এশিয়া

তালেবানকে আফগান রিজার্ভ দেবে না যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ব্যাংকে থাকা আফগানিস্তানের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তালেবানদের দেওয়া হবে না। এর জেরে আফগান সরকারের রিজার্ভ জব্দ করে রেখেছে মার্কিন সরকার। বিষয়টির সঙ্গে পরিচিতি দুটি সূত্রের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।

গত এপ্রিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার পরিমাণ প্রায় ৯৪০ কোটি ডলার।

একটি বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, আমেরিকায় থাকা আফগানিস্তানে কোনো সম্পদ তালেবান পাবে না।

এদিকে হোয়াইট হাউস মনে করছে, তালেবান আফগান বাহিনীর কাছ থেকে যে সব অস্ত্র জব্দ করেছে সেগুলোও  যুক্তরাষ্ট্রকে আর ফেরত দেবে না।

বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্র চাইছে তালেবানকে নগদ অর্থ থেকে দূরে রাখতে। রিজার্ভ জব্দের কারণে তালেবান আফগানিস্তানের বৈদেশিক মুদ্রা ব্যবহার করতে পারবে না।

এ নিয়ে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের ভারপ্রাপ্ত প্রধান আজমাল আহমাদি সোমবার একটি টুইট বার্তায় বলেন, ডলারের চালান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র যাতে তালেবান বৈদেশিক মুদ্রা না পায়। 

এ নিয়ে মার্কিন অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

গত রোববার আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করে তালেবান। আফগানিস্তানে নতুন সরকার গঠনের জন্য আলোচনা চালিয়েছে তালেবান নেতারা।

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার

ভারতে এই প্রথম আফগান দূতাবাসের দায়িত্ব নিচ্ছেন কোনো তালেবান কূটনীতিক

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

প্রতিরক্ষা জোট গঠনের পথে পাকিস্তান-সৌদি আরব-তুরস্ক

‘রাতারাতি’ পারমাণবিক অস্ত্র তৈরি করতে সক্ষম জাপান—চীনের বিস্ফোরক দাবি

রাজধানী সিতওয়েসহ রাখাইনে জান্তাবিরোধী আক্রমণ জোরদার আরাকান আর্মির

চরম তাপপ্রবাহে বিপর্যস্ত অস্ট্রেলিয়া, দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি

জাপানে রেকর্ডসংখ্যক শিক্ষার্থীর আত্মহত্যা—ঠেকাতে ‘শিশু সহায়তা’ কর্মসূচি