হোম > বিশ্ব > এশিয়া

ক্ষেপণাস্ত্র থেকে তোলা মহাকাশের ছবি প্রকাশ করল উ. কোরিয়া

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। এই খবর প্রথম জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম। ক্ষেপণাস্ত্রটির শক্তিমত্তার প্রমাণ হিসেবে এবার উত্তর কোরিয়া কর্তৃপক্ষই কিছু ছবি প্রকাশ করেছে। মহাকাশ থেকে তোলা সেসব ছবি। ক্ষেপণাস্ত্রে সংযুক্ত ক্যামেরা থেকে তোলা ছবিগুলো। 

মহাকাশ থেকে তোলা ছবিগুলো কোনো সাধারণ ছবি নয়। বিশেষজ্ঞরা ছবিগুলোকে সন্দেহ করার কারণ খুঁজে পাচ্ছেন না। ছবিগুলোতে কোরীয় উপদ্বীপের কিছু অংশ এবং আশপাশের অঞ্চলগুলো দেখা যাচ্ছে। 

পিয়ংইয়ং আজ সোমবার নিশ্চিত করেছে, তারা মধ্যম পাল্লার হুয়াসং-১২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। পূর্ণ শক্তিতে এটি হাজার হাজার মাইল ভ্রমণ করতে পারে। এমনকি মার্কিন ভূখণ্ড গুয়ামের মতো এলাকাগুলো এটির পাল্লার মধ্যে পড়ে। 

উত্তর কোরিয়া বলছে, পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে তারা। আর মহাকাশ থেকে তোলা ছবিগুলো ওই ক্ষেপণাস্ত্র স্থাপিত ক্যামেরা দিয়েই তোলা। 

এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা এবার আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে নতুন করে শঙ্কা জাগিয়েছে। 

পিয়ংইয়ং শুধু গত মাসেই সাতটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের রেকর্ড করেছে। যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, জাপান এবং মিত্রদেশগুলো কিম জং উনের এই কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করেছে।। 

জাতিসংঘ উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ও পারমাণবিক অস্ত্র পরীক্ষা নিষিদ্ধ করেছে। দেশটির ওপর কঠোর অবরোধও আরোপ করা আছে। কিন্তু কিম এই নিষেধাজ্ঞার কোনো কেয়ার করছেন না। 

মার্কিন কর্মকর্তারা বলছেন, কিম জং উনের সাম্প্রতিক কার্যকলাপ পিয়ংইয়ংয়ের সঙ্গে নতুন করে আলোচনার প্রয়োজনীয়তার কথা স্মরণ করিয়ে দিচ্ছে।

কাবুলে চীনা রেস্তোরাঁয় বোমা হামলার দায় স্বীকার আইএসের

আফগানিস্তানের কাবুলে চীনা রেস্তোরাঁয় হামলা, নিহত ৭

জাপানের আইনসভা ভেঙে আগাম নির্বাচনের ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী তাকাইচি

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

ইয়ং ফর্টিজ: মিলেনিয়ালদের বিদ্রূপ করতে জেন-জির নতুন ভাষা

ইন্দোনেশিয়ায় ১১ আরোহী নিয়ে নিখোঁজ বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা