হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়ায় নির্বাচনে জয় দাবি সুবিয়ান্তোর

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারি ফলাফলে ব্যাপকভাবে এগিয়ে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী প্রাবো সুবিয়ানতো। এমন পরিস্থিতিতে নিজেকে জয়ী হিসেবে ঘোষণা করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

প্রকাশিত তথ্য অনুয়ায়ী, ৭২ বছর বয়সী এই সাবেক স্পেশাল ফোর্সের কমান্ডার অন্তত ৫৮ শতাংশ ভোট পেয়েছেন। অন্যদিকে তার অন্যতম প্রতিদ্বন্দ্বী জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো যথাক্রমে ২৫ ও ১৭ শতাংশ ভোট পেয়ে পিছিয়ে রয়েছেন।

এই সংখ্যা প্রকাশিত হওয়ার পর গানজারের টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ফলাফল ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবেন। কিন্তু তাদের কাছে রিপোর্ট এসেছে, ভোটে ব্য়াপক কারচুপি হয়েছে।

দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে মোট ভোটের ৫০ শতাংশের বেশি পেতে হবে। পাশাপাশি তাকে দেশটির ৩৮ প্রদেশের অর্ধেকের বেশি স্থানে অন্তত এক-পঞ্চমাংশ ভোট পেতে হবে। তা না হলে আগামী জুন মাসে শীর্ষ দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ফের ভোট হবে।

ইন্দোনেশিয়ার ভোট সমীক্ষক লিটবাং কম্পাস বলেছেন, ‘সুবিয়ান্তো প্রায় ৬০ শতাংশ ভোট পেয়ে এগিয়ে আছেন। সারা দেশজুড়ে সব ভোটকেন্দ্রের অর্ধক ভোটগণনা হয়েছে।’

অন্য দুই ভোট সমীক্ষক সংস্থা পোলট্র্যাকিং ও সিএসআইএস একই কথা বলেছে।  

বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতন্ত্রের দেশে ভোট দিয়েছেন ২০ কোটিরও বেশি মানুষ। নির্বাচনের প্রধান তিন প্রেসিডেন্ট প্রার্থীর মধ্যে ছিলেন বর্তমান প্রতিরক্ষামন্ত্রী প্রাবোও সুবিয়ানতো, জাকার্তার সাবেক গভর্নর আনিয়েস বাসওয়েদান ও সেন্ট্রাল জাভার গভর্নর গাঞ্জার প্রানো।

ইন্দোনেশিয়ার নির্বাচন প্রতিবারই বিশ্বজুড়ে বেশ আলোচিত হয়। দেশটি আকারে বিশাল। এটি যুক্তরাষ্ট্রের থেকেও বেশি প্রশস্থ। দেশটির আছে ১৮ হাজার দ্বীপ।

মোট ১৫০টিরও বেশি ভাষাভাষির মানুষ রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে। ইন্দোনেশিয়ার নির্বাচনে মোট ২০ হাজার জাতীয় ও আঞ্চলিক আইনপ্রনেতাকে নির্বাচিত করবে সেদেশের জনগণ।

ইন্দোনেশিয়ায় ১১ আরোহীসহ ফ্লাইট নিখোঁজ

সামরিক আইন জারি করায় ৫ বছরের কারাদণ্ড পেলেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট

তালেবানের শীর্ষ নেতৃত্বে ক্ষমতার সংঘাত—বেরিয়ে এল বিবিসির অনুসন্ধানে

আমাদের দেশে তেল নেই, আছে বাঘ আর কুমির—ট্রাম্পকে নিয়ে মজা করছেন মালয়েশীয়রা

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের মৃত্যুদণ্ড চাইলেন কৌঁসুলিরা

থাইল্যান্ডে যাত্রীবাহী ট্রেনের ওপর ক্রেন ছিঁড়ে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২

থাইল্যান্ডে চলন্ত ট্রেনের ওপর ভেঙে পড়ল ক্রেন, নিহত অন্তত ২৫

রোহিঙ্গাদের জীবনকে দুঃস্বপ্নে পরিণত করেছে মিয়ানমার—আদালতের শুনানিতে গাম্বিয়া

নজিরবিহীন সমুদ্র অভিযানে জাপান, ৬ কিমি গভীর থেকে তুলবে বিরল খনিজ

রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু, অবশেষে আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় মিয়ানমার