হোম > বিশ্ব > এশিয়া

মালদ্বীপের প্রধান আইন কর্মকর্তাকে রাস্তায় হাতুড়িপেটা, হাত ভেঙেছে তাঁর

মালদ্বীপের প্রধান কৌঁসুলি (প্রসিকিউটর জেনারেল) হুসাইন শামীমের ওপর হামলা হয়েছে। নিজ বাসভবনের কাছেই দুর্বৃত্তরা তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করেছে বলে নিশ্চিত করেছে মালদ্বীপ পুলিশ সার্ভিস (এমপিএস)। এতে হাত ভেঙে গেছে তাঁর।

আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন তিনি। এখন নিজের বাসায় সুস্থ আছেন হুসাইন শামীম। মালদ্বীপের গণমাধ্যম মালদ্বীপ রিপাবলিক এক প্রতিবেদনে আজ বুধবার সকালে ঘটে যাওয়া ঘটনাটি জানিয়েছে।

নূর মসজিদের কাছে অবস্থিত হুসাইন শামীমের বাসভবন। সেখানে মোটরসাইকেল পার্ক করার পরপরই তিনি দুর্বৃত্তদের হামলার শিকার হন। দুর্বৃত্তরা তাঁর ওপর হাতুড়ি দিয়ে হামলা করেছে। স্থানীয় গণমাধ্যম জানায়, এই হামলায় তাঁর হাতের হাড় ভেঙে গেছে।

পুলিশ নিশ্চিত করেছে, হামলায় ব্যবহৃত অস্ত্রটি ধারালো বস্তু ছিল না। বর্তমানে ঘটনার তদন্ত চলছে।

প্রধান কৌঁসুলির ওপর হামলার ঘটনায় রাজনৈতিক নেতা ও দলগুলো ব্যাপক নিন্দা জানিয়েছে। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলিহ সামাজিক প্ল্যাটফর্মে ক্ষোভ প্রকাশ করে এই হামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যা দিয়েছেন। দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের মুখোমুখি করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।

মোহাম্মদ সোলিহের রাজনৈতিক দল মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টিও (এমডিপি) এই হামলার নিন্দা জানিয়েছে। সরকার এবং অপরাধী চক্রের মধ্যে সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করেছে তারা। এক বিবৃতিতে এমডিপি বলেছে, সরকারি কর্মকর্তা ও সন্ত্রাসী গ্যাংগুলোর মধ্যে সম্পর্কের প্রমাণ এই হামলা। সরকার এই গ্যাংগুলোকে সুরক্ষা দিচ্ছে।

ডেমোক্র্যাটরা বিষয়টি সম্পর্কে ন্যাশনাল সিকিউরিটি সার্ভিসের সংসদীয় কমিটিকে অবগত করে দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে। সেন্ট্রাল হেনভেইরুর সংসদ সদস্য এবং ডেমোক্র্যাটসের সভাপতি হাসান লতিফ সংসদের স্পিকার মোহাম্মদ আসলামের কাছে একটি চিঠি লিখে ব্যাপক তদন্ত করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।

বন্ডাই বিচের ঘটনায় বদলে যেতে পারে অস্ট্রেলিয়ার অস্ত্র-আইন

যাবজ্জীবন কারাদণ্ডের মুখে ধনকুবের থেকে গণতন্ত্রপন্থী আন্দোলনের মুখ জিমি লাই

ফুল, প্রশংসা আর ডলারে ভাসছেন বন্ডাই বিচের ‘নায়ক’ আল-আহমেদ

খালি হাতে বন্দুকধারীকে ঠেকিয়ে নায়ক বনে যাওয়া কে এই আল-আহমেদ

অং সান সু চি হয়তো মারা গেছে, আশঙ্কা ছেলের

ফলের দোকানদার ও বেকার ছেলে: অস্ট্রেলিয়ার সৈকতে হামলাকারী সম্পর্কে যা জানা গেল

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে হামলায় নিহত বেড়ে ১৫, আহত ৪০ জনেরও বেশি

বন্ডাই বিচে আহত এই ব্যক্তি ইসরায়েলে হামাসের হামলার মুখেও পড়েছিলেন

বন্ডাই বিচে হামলাকারীর অস্ত্র কেড়ে নিয়ে প্রশংসায় ভাসছেন, কে এই পথচারী

বন্ডাই বিচে গুলির শব্দকে শুরুতে আতশবাজি ভেবেছিলেন অনেকে